Ajker Patrika

ভারতে পাচারের সময় ১০ স্বর্ণের বারসহ গ্রেপ্তার ২ সহোদর

বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচারের সময় ১০ স্বর্ণের বারসহ গ্রেপ্তার ২ সহোদর

যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ দুই সহদোরকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে বেনাপোল বন্দর থানার কাস্টমস-বিজিবি গেটের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করেন ৪৯ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, চুয়াডাঙ্গার পীরপুরকুল্লা উপজেলার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের দুই ছেলে হিরণ মিয়া (২৫) ও মিলন হোসেন (২৮)।

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মিনহাজ ছিদ্দিকী বলেন, গোপন সংবাদে জানতে পারি সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় বেনাপোল কাস্টমস-বিজিবি চেকপোস্টের সামনে থেকে সন্দেহভাজন দুই সহদোরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের শরীরে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণবার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২০০ গ্রাম।

বিজিবির অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত