Ajker Patrika

‘আপেল খেয়ে’ অসুস্থ দুই ভাই-বোন, হাসপাতালে মৃত্যু

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনার রূপসা উপজেলায় আপেল খাওয়ার পর দুই ভাই-বোন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে দুজনের মৃত্যু হয়। চিকিৎসক বলছেন, খাদ্য বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—ইরানি (১০) ও তার ভাই গনি (৮)। তারা শ্রীফলতাল ইউনিয়নের জনৈক মাসুম রানা ও নার্গিস বেগম দম্পতির সন্তান।

মাসুদ রানা স্থানীয় বাজারে মুদি দোকান রয়েছে ও আর নার্গিস গৃহকর্মী হিসেবে কাজ করেন। ওই দম্পত্তির মাছুরা নামের ৮ বছর বয়েসী আরেক কন্যা সন্তান রয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, রাতে দুই শিশুর বাবা কিছু ফল কিনে বাড়িতে যান। রাতে ওই দুই শিশু খাবার খাওয়ার পর আপেল খায়। এর কিছুক্ষণ পর তাদের পেট ও বুক ব্যথা শুরু হয়।

দুজন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাদের নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য তাদের দুজনকে প্রথমে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তাদের শারিরীক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক সুহাস রঞ্জন হালদার বলেন, ধারণা করা হচ্ছে ফুড পয়জনিংয়ের কারণে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত