Ajker Patrika

সাতক্ষীরা ইউপি নির্বাচনে নকল ভোটার আইডি কার্ড দিয়ে মনোনয়ন নেওয়ার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা ইউপি নির্বাচনে নকল ভোটার আইডি কার্ড দিয়ে মনোনয়ন নেওয়ার অভিযোগ

আসন্ন সাতক্ষীরা ইউপি নির্বাচনে ভোটার আইডি কার্ড নকল করে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নেওয়ার অভিযোগ উঠেছে মফিজুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার এ ঘটনা এলাকায় জানাজানি হলে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ওই মফিজুর রহমান বাঁশদহা ইউনিয়নের পাঁচরখি গ্রামের মফজুলার রহমানের ছেলে।

বাঁশদহা ইউনিয়নের একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, মফিজুর রহমান ছাত্রজীবনে ঝিনাইদহে থেকে পড়াশোনা করতেন। পড়াশোনার সময় তিনি সেখানেই ভোটার হন। পড়াশোনা শেষে সাতক্ষীরায় ফিরে আসলেও নিজ এলাকায় ভোটার হননি। অথচ ভোটার আইডি কার্ড নকল করে তিনি নৌকা প্রতীকের জন্য আবেদন করেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করছেন।

এ বিষয়ে বাঁশদহা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, মফিজুল ইসলামের বাড়ি বাঁশদহা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাঁচরখি গ্রামে। ওই গ্রামের মোট ভোটার ১৩৪৪ জন। এদের মধ্যে ৬৭৭ জন পুরুষ ভোটার। কিন্তু ৬৭৭ জনের মধ্যে তাঁর নাম নেই।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল করিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি। তবে যিনি ইউনিয়নের ভোটে অংশগ্রহণ করবেন তাঁকে সেখানকার ভোটার হতে হবে। তা না হলে তিনি কোন ভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তফসিল ঘোষণার পর কোন ভাবেই আর ভোটার তালিকা পরিবর্তনের সুযোগ নেই। তবে নির্বাচন কমিশনে আবেদন করার পর যদি নির্বাচন কমিশন তাকে অনুমোদন দেন তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। আমি শুনেছি, তিনি নির্বাচন কমিশনে আবেদন করেছেন অনুমোদন গ্রহণের জন্য।’

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশন থেকে অনুমোদন পেয়েছি।’

তবে তিনি একটি মিটিংয়ে আছেন এমন অজুহাতে দ্রুত ফোন কেটে দেন। 

এদিকে নির্বাচন অফিসের একটি সূত্র জানিয়েছে, মফিজুল ইসলাম বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত