চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় সদরের ভালাইপুর বাজারে কাপড়ের দোকানে দর-কষাকষিকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে সদর উপজেলার ভালাইপুর মোড়ে এ ঘটনা ঘটে। আজ বুধবার রাত সাতটা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে আলমসাধুর চালক সজল আলী (২৭) এবং একই গ্রামের আজিজুল হকের ছেলে এনজিওকর্মী মামুন অর রশিদ (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল দুপুরে ভালাইপুর বাজারে আসাবুল নামের এক ব্যক্তির দোকানে কাপড় কিনতে গিয়ে দর-কষাকষি নিয়ে দোকান কর্মচারী ইমনের সঙ্গে দ্বন্দ্ব হয় সাবিনা খাতুন নামে এক নারীর। এ ঘটনার সূত্র ধরে সাবিনা খাতুনের ছেলে টিপু ও তাঁর বন্ধুরা দোকান কর্মচারী ইমনের কাছে গিয়ে বিষয়টি জানতে চান। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সেখান থেকে টিপু ও তাঁর বন্ধুরা চলে যান। এরপর বিকেলে ভালাইপুর বাজারে চা খেতে গেলে দোকান কর্মচারী ইমনসহ কয়েকজন টিপু মিয়ার বন্ধু মামুন ও সজলের ওপর হামলা চালান। এ হামলায় ছুরিকাঘাতে আহত হন মামুন ও সজল। তাঁদের দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর মৃত্যু হয় মামুন ও সজলের।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জরুরি বিভাগের চিকিৎসাধীন অবস্থায় মারা যান সজল। মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী রেফার করা হয়। রাজশাহী নেওয়ার আগেই সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মামুনও।’
এ বিষয়ে টিপু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে আমার মা সাবিনা খাতুন ভালাইপুর মোড়ে আসাবুল গার্মেন্টস ও বস্ত্রালয়ে কাপড় কিনতে যান। কাপড়ের দাম নিয়ে মায়ের সাথে বাগ্বিতণ্ডা হয়। সেখানে দোকানের কর্মচারী ইমন কাপড় মাপার স্কেল দিয়ে আমার মাকে আঘাত করে। আমার মাকে গালিগালাজ করে দোকান থেকে বের করে দেয়। পরে সবার উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমিসহ আমার বন্ধু মামুন ও সজল ভালাইপুর বাজারে চা খেতে যাই। এ সময় আশাবুলের দোকানের কর্মচারী ইমন, সানোয়ার, আকাশসহ কয়েকজন আমাদের ওপর হামলা চালায়।’
এদিকে গতকালই ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘দোকানদারের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। সজলের পেটে এবং মামুন অর-রশিদের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। সেখানে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।’
আজ বুধবার সন্ধ্যার পর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। পুলিশ এ ঘটনায় মাঠে কাজ করছে। তবে রাতে মামলা ও গ্রেপ্তারের বিষয়ে জানানো হবে।
চুয়াডাঙ্গায় সদরের ভালাইপুর বাজারে কাপড়ের দোকানে দর-কষাকষিকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে সদর উপজেলার ভালাইপুর মোড়ে এ ঘটনা ঘটে। আজ বুধবার রাত সাতটা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে আলমসাধুর চালক সজল আলী (২৭) এবং একই গ্রামের আজিজুল হকের ছেলে এনজিওকর্মী মামুন অর রশিদ (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল দুপুরে ভালাইপুর বাজারে আসাবুল নামের এক ব্যক্তির দোকানে কাপড় কিনতে গিয়ে দর-কষাকষি নিয়ে দোকান কর্মচারী ইমনের সঙ্গে দ্বন্দ্ব হয় সাবিনা খাতুন নামে এক নারীর। এ ঘটনার সূত্র ধরে সাবিনা খাতুনের ছেলে টিপু ও তাঁর বন্ধুরা দোকান কর্মচারী ইমনের কাছে গিয়ে বিষয়টি জানতে চান। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সেখান থেকে টিপু ও তাঁর বন্ধুরা চলে যান। এরপর বিকেলে ভালাইপুর বাজারে চা খেতে গেলে দোকান কর্মচারী ইমনসহ কয়েকজন টিপু মিয়ার বন্ধু মামুন ও সজলের ওপর হামলা চালান। এ হামলায় ছুরিকাঘাতে আহত হন মামুন ও সজল। তাঁদের দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর মৃত্যু হয় মামুন ও সজলের।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জরুরি বিভাগের চিকিৎসাধীন অবস্থায় মারা যান সজল। মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী রেফার করা হয়। রাজশাহী নেওয়ার আগেই সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মামুনও।’
এ বিষয়ে টিপু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে আমার মা সাবিনা খাতুন ভালাইপুর মোড়ে আসাবুল গার্মেন্টস ও বস্ত্রালয়ে কাপড় কিনতে যান। কাপড়ের দাম নিয়ে মায়ের সাথে বাগ্বিতণ্ডা হয়। সেখানে দোকানের কর্মচারী ইমন কাপড় মাপার স্কেল দিয়ে আমার মাকে আঘাত করে। আমার মাকে গালিগালাজ করে দোকান থেকে বের করে দেয়। পরে সবার উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমিসহ আমার বন্ধু মামুন ও সজল ভালাইপুর বাজারে চা খেতে যাই। এ সময় আশাবুলের দোকানের কর্মচারী ইমন, সানোয়ার, আকাশসহ কয়েকজন আমাদের ওপর হামলা চালায়।’
এদিকে গতকালই ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘দোকানদারের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। সজলের পেটে এবং মামুন অর-রশিদের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। সেখানে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।’
আজ বুধবার সন্ধ্যার পর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। পুলিশ এ ঘটনায় মাঠে কাজ করছে। তবে রাতে মামলা ও গ্রেপ্তারের বিষয়ে জানানো হবে।
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...
১২ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
৩৫ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৪৩ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৪৪ মিনিট আগে