Ajker Patrika

কুমিল্লায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি  
জাকির হোসেনের লাশ পুকুর থেকে উদ্ধারের পর স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা
জাকির হোসেনের লাশ পুকুর থেকে উদ্ধারের পর স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দেবিদ্বারে পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে।

মৃত যুবকের নাম জাকির হোসেন (৩০)। উপজেলার সুবিল ইউনিয়নের সুবিল গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে তিনি।

পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার বাড়ির পাশের পুকুরে গোসল করার কথা বলে বাসা থেকে বের হয় জাকির হোসেন। দীর্ঘক্ষণ তিনি বাড়ি ফিরে না আসায়, চারদিক খোঁজ করা হয়। সন্ধান না পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বিকেলে ফায়ার সার্ভিসের দুটি টিম বাড়ির পাশে একটি পুকুরে অনুসন্ধান চালায়। সেখানে লাশের সন্ধান না পেয়ে শনিবার সকালে পাশের অন্য একটি পুকুরে অনুসন্ধান চালিয়ে জাকির হোসেনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (চাঁদপুর নদী) স্টেশন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, ‘পরিবারের সদস্যদের তথ্যের ভিত্তিতে আমরা দুটি পুকুরে চিরুনী অভিযান চালাই। শনিবার সকাল ১০টার দিকে জাকির হোসেনের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করতে সক্ষম হই।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত