Ajker Patrika

শ্যামনগরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩০ 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩০ 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরে সাবেক ও বর্তমান ইউপি সদস্যের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আমির আলী নামের এক যুবক নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রমজাননগর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু ও সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল বারীর কর্মী সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহত আমির আলী টেংরাখালী গ্রামের আবুল গাজীর ছেলে ও সাবেক ইউপি সদস্য আব্দুল বারীর সমর্থক। আহতদের মধ্যে আব্দুল কাদের (৪০), ইসমাইল হোসেন (৩৩) ও আব্দুস সোবহানের (৪৮) অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু ও আব্দুল বারীর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে আব্দুল হামিদ লাল্টুর লোকজন আব্দুল বারীর এক কর্মীকে মারধর করে। এর প্রেক্ষিতে শুক্রবার বিকেলে সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারীর কর্মী সমর্থকরা প্রতিপক্ষের এলাকায় যায়। এ সময় বাদানুবাদের একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ি ও শ্যামনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাতটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা আব্দুল বারীর ভাতিজা আমির আলীকে মৃত ঘোষণা করে।

সংঘর্ষের বিষয়ে বর্তমান ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা করে। এ খবর ছড়িয়ে পড়ায় তাঁর কর্মী সমর্থকেরা এগিয়ে আসে। এ সময় সংঘর্ষ বাঁধে। তিনি দাবি করেন, এ ঘটনায় তাঁর ছেলেসহ ১২ জন কর্মী আহত হয়েছে। 

সাবেক ইউপি সদস্য আব্দুল বারী জানান, নির্বাচনের পর থেকে লাল্টুর লোকজন একের পর এক হামলা করছে। আগের দিন নাদের নামের তার এক সমর্থকের ওপর হামলা করে। সংঘর্ষে লাল্টু ও তাঁর দুই ছেলে ধারালো অস্ত্র ছাড়াও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বলে অভিযোগ করেন তিনি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অপরাধীদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত