Ajker Patrika

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আড়িয়া ইউপির চেয়ারম্যান আহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১০: ৪৩
সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আড়িয়া ইউপির চেয়ারম্যান আহত

কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হেলাল উদ্দিন নামের এক ইউপি চেয়ারম্যান আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে হামলার শিকার হন তিনি। 

আহত হেলাল উদ্দিন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের স্বজনেরা জানায়, উপজেলার লালনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে লালনগর বিলপাড়ায় ৮ থেকে ১০ জন সন্ত্রাসী তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে ছুরিকাঘাত করেন। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে দ্রুত তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবিদ হাসান বলেন, আগামী ৪ সেপ্টেম্বর লালনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন হেলাল উদ্দিন। 

ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন ও তাঁর স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে চেয়ারম্যান হেলাল উদ্দিনের নিজস্ব প্যানেল রয়েছে। প্রতিপক্ষ প্যানেলের ইন্ধনে এ হামলা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত