Ajker Patrika

নির্মাণাধীন ভবনে কাজ করার সময় গ্রিল পড়ে শ্রমিক নিহত 

ঝিনাইদহ প্রতিনিধি
নির্মাণাধীন ভবনে কাজ করার সময় গ্রিল পড়ে শ্রমিক নিহত 

ঝিনাইদহ শহরের কাঞ্চনপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বারান্দার গ্রিল পড়ে সেমিন মণ্ডল (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সেমিন মণ্ডল শহরের পবহাটি গ্রামের আমিন মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, আজ দুপুরে চিকিৎসক আলাউদ্দিনের নির্মাণাধীন বাড়িতে সেমিন মণ্ডলসহ কয়েকজন ব্যক্তি শ্রমিকের কাজ করছিলেন। এ সময় রঙের কাজ করতে গিয়ে বারান্দার গ্রিল সেমিন মণ্ডলের ওপরে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে আহতাবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেমিন মণ্ডলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওই বাড়ির মালিক ঝিনাইদহ সদর হাসপাতালের সিনিয়র গাইনি বিশেষজ্ঞ ডা. আলাউদ্দিন বলেন, ‘ঘটনার পরপরই আহত সেমিনকে হাসপাতালে আনা হয়। এ সময় আমরা চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারিনি। মূলত গ্রিল পড়ে তাঁর বুকসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগে তিনি মারা গেছেন।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিষয়টি সম্পর্কে শুনেছি। তবে, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত