Ajker Patrika

কুয়েটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

খুলনা প্রতিনিধি
ফাইল ছবি
ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. মনিরুজ্জামান (৪৫) ওরফে কালু নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

নিহত মো. মনিরুজ্জামান নগরীর খানজাহান আলী থানার অ্যাজাক্স জুট মিল কলোনির বাসিন্দা ও মৃত আব্দুস সামাদের ছেলে।

কুয়েটের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে কুয়েটের সম্প্রসারিত ক্যাম্পাসে ১০ তলা নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় নির্মাণশ্রমিক মোহাম্মদ কালু কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান। তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রকৌশলী আবু হায়াত বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা ভবনের চতুর্থ তলা থেকে কাজ করার সময় একজন নির্মাণশ্রমিক পড়ে মারা গেছেন। বিষয়টি উপাচার্যসহ অন্যদের জানানো হয়েছে।

এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন খান বলেন, নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত