Ajker Patrika

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ২০: ৫৩
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে (২২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলা শহরের গোবিন্দপুর মাঠ পাড়ায় এ ঘটনা ঘটে। বেলা ১২টার দিকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, নিহত ইমরান হোসেন উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। 

স্থানীয়রা জানান, এলাকার একটি রাজনৈতিক পক্ষের সঙ্গে ইমরানের পূর্ববিরোধ ছিল। শুক্রবার তিনি আলমডাঙ্গা স্টেশন এলাকায় ব্যক্তিগত কাজ শেষ করে বেলা ১১টার দিকে গোবিন্দপুরে গ্রামের বাড়িতে ফিরছিলেন। গোবিন্দপুর মাঠ পাড়া এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া দুই যুবক ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। 

পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক মাসে বিভিন্ন কারণে কয়েকজনের সঙ্গে ইমরানের দ্বন্দ্ব তৈরি হয়। সে দ্বন্দ্বের জের ধরেই তাঁকে ধারালো অস্ত্র রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়। প্রথমে ইমরানকে স্থানীয় ফাতেমা ক্লিনিকে নেওয়া হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু জানান, ইমরান আওয়ামী রাজনীতির সঙ্গে একনিষ্ঠভাবে জড়িত ছিল। যারা রাজনীতির নামে অপকর্ম করে থাকে তাঁদের হাতেই প্রাণ গেল একজন পরিচ্ছন্ন কর্মীর। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ বের করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। 

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও আলমডাঙ্গা সার্কেল) মো. আনিসুজ্জামান লালন বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান খুনের ঘটনায় হামলাকারীদের নাম-পরিচয় জানা গেছে। তাঁদের ধরতে অভিযান চলছে। ইমরানের পূর্ব পরিচিত দুজনের সম্পৃক্ততা পেয়েছি।’ 

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত