Ajker Patrika

বেনাপোলে সংকটের অজুহাতে চড়ছে পেঁয়াজের দাম

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোলে সংকটের অজুহাতে চড়ছে পেঁয়াজের দাম

কৃষি মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞায় বেনাপোলসহ দেশের অন্যান্য বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। সর্বশেষ গত ৫ মে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৯ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। এরপর কোনো পেঁয়াজবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেনি। 

গত মার্চ মাসে এক বিজ্ঞপ্তিতে দেশের কৃষকদের স্বার্থ বিবেচনায় ৬ মে থেকে পেঁয়াজ আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয় কৃষি মন্ত্রণালয়। সে নির্দেশনায় বন্ধ হয়ে যায় পেঁয়াজ আমদানি। অবশ্য দেশে পেঁয়াজ উত্তোলনের ভর মৌসুমে আমদানির অনুমতির সময় বাড়ানো নিয়ে আপত্তি জানিয়েছিলেন কৃষকেরা। এরপরও রমজানে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির শঙ্কায় সরকার ঈদ পর্যন্ত আমদানির অনুমোদন দেয়। 

এখন আমদানি বন্ধ হওয়ার পরপরই পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। এরই মধ্যে এক সপ্তাহে পেঁয়াজের দর কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। 

বেনাপোল বন্দর এলাকার বাজার ঘুরে দেখা যায়, ঈদের আগে ভারতীয় পেঁয়াজ প্রতিকেজি ১৮ থেকে ২০ টাকা দরে বিক্রি হয়েছে। এখন আমদানি বন্ধে সংকটের অজুহাতে বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকায়। দেশি পেঁয়াজের কেজি ২৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকায়। 

৬ মে থেকে পেঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সাধারণ ক্রেতা আনিসুর রহমান বলেন, দেশে এবার পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হয়েছে। ভারতীয় পেঁয়াজেরও মজুত রয়েছে। মাত্র চার দিন আমদানি বন্ধে সংকটে পড়ার কথা না। অতিরিক্ত মুনাফা করতে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। বিষয়টি সরকারের নজরদারিতে আনা দরকার। 

এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল আমদানি, রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, ‘গত ২৯ মার্চ পেঁয়াজ আমদানির অনুমোদনের মেয়াদ শেষ হয়। সে সময় রমজানে দেশে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির সময় বাড়িয়ে ৫ মে পর্যন্ত নির্ধারণ করেছিল কর্তৃপক্ষ। নতুন করে আর অনুমোদন না মেলায় আমদানি বন্ধ রয়েছে।’ কবে নাগাদ আবার পেঁয়াজ আমদানি শুরু হবে জানাতে পারেননি এ ব্যবসায়ী নেতা।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য পাওয়া ইমপোর্ট পারমিটের (আইপি) মেয়াদ ছিল চলতি মাসের ৫ মে পর্যন্ত। এরপর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। আমদানি চালু হলে দ্রুত খালাসের ব্যবস্থা রয়েছে বন্দরে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত