Ajker Patrika

ঝিনাইদহে নৌকা-স্বতন্ত্রের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে নৌকা-স্বতন্ত্রের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

ঝিনাইদহ সদরের সুরাট বাজরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ৫ জন। তাঁদের মধ্যে আশিক হোসেন ও বকুল মোল্লাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে এবং রাতে মামলা করা হয় উভয়পক্ষ থেকে। মামলা দায়েরের পর পরই সুরাট ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই মামলায় কত জনকে আসামী করা হয়েছে তা জানা যায়নি।

জানা যায়, আজ বিকেলে সদর উপজেলার সুরাট বাজারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা অবস্থান নেয়। সে সময় পুলিশ তাঁদের সরিয়ে দেয়। পরে সন্ধ্যায় উভয়গ্রপের সমর্থকেরা ওই স্থানেই ধাওয়া পাল্টা-ধাওয়ায় লিপ্ত হয়। এতে তাঁদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়। 

ঝিনাইদহে নৌকা-স্বতন্ত্রের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটিঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহীন উদ্দিন জানান, বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় উভয়পক্ষের মামলা হয়েছে। সঙ্গে সঙ্গেই সুরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক চেয়ারম্যান কবির হোসেন ও ছাবু জোয়ারদারকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন ঘিরে সব ধরনের অপ্রিতীকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত