Ajker Patrika

শৈলকুপায় স্বাধীন বিশ্বাসকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ৬ 

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৬: ২৮
শৈলকুপায় স্বাধীন বিশ্বাসকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ৬ 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামে স্বাধীন বিশ্বাস (২৪) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার মামলায় ৬ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে র‍্যাব এসব তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভগবাননগর গ্রামের সজীব বিশ্বাস (২০), বিজয় বিশ্বাস (১৮), সুশান্ত বিশ্বাস (৩৫), সুভাষ বিশ্বাস (৪০), প্রসেনজিৎ বিশ্বাস (২৬) ও পলাশ বিশ্বাস (১৬)।

র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, চড়কপূজা উপলক্ষে ভগবাননগর গ্রামের আদিবাসীপল্লিতে ১৪ এপ্রিল দুপুরে কাদা খেলা নিয়ে স্থানীয় কালীমন্দিরের পাশে সুনীল বিশ্বাসের সঙ্গে শান্তি বিশ্বাস, শিপন বিশ্বাস ও টিপন বিশ্বাসের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে তাঁদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।

পরে ঘটনার দিন রাতে স্থানীয় একটি দোকানে গেলে সুনীল বিশ্বাসকে মারধর করেন প্রতিপক্ষের সমর্থকেরা। সুনীল বিশ্বাসকে রক্ষা করতে এলে তাঁর ছেলে স্বাধীন বিশ্বাসকেও পিটিয়ে আহত করেন তাঁরা। স্বাধীন বিশ্বাসকে উদ্ধার করে জেলার সদর হাসপাতালে আনেন স্থানীয় লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়।

মেজর নাঈম আহমেদ বলেন, এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শৈলকুপা থানায় ১৪ জনের নামসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করেছেন। এরপর থেকেই আসামিদের গ্রেপ্তারে তদন্ত শুরু করে র‍্যাব। গতকাল দিন ও রাতের বিভিন্ন সময়ে জেলার ভাটই বাজার, শৈলকুপা থানার বিভিন্ন এলাকা ও মাগুরা জেলার কয়েকটি স্থান থেকে এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদেরকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলমান আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত