ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামে স্বাধীন বিশ্বাস (২৪) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার মামলায় ৬ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে র্যাব এসব তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভগবাননগর গ্রামের সজীব বিশ্বাস (২০), বিজয় বিশ্বাস (১৮), সুশান্ত বিশ্বাস (৩৫), সুভাষ বিশ্বাস (৪০), প্রসেনজিৎ বিশ্বাস (২৬) ও পলাশ বিশ্বাস (১৬)।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, চড়কপূজা উপলক্ষে ভগবাননগর গ্রামের আদিবাসীপল্লিতে ১৪ এপ্রিল দুপুরে কাদা খেলা নিয়ে স্থানীয় কালীমন্দিরের পাশে সুনীল বিশ্বাসের সঙ্গে শান্তি বিশ্বাস, শিপন বিশ্বাস ও টিপন বিশ্বাসের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে তাঁদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।
পরে ঘটনার দিন রাতে স্থানীয় একটি দোকানে গেলে সুনীল বিশ্বাসকে মারধর করেন প্রতিপক্ষের সমর্থকেরা। সুনীল বিশ্বাসকে রক্ষা করতে এলে তাঁর ছেলে স্বাধীন বিশ্বাসকেও পিটিয়ে আহত করেন তাঁরা। স্বাধীন বিশ্বাসকে উদ্ধার করে জেলার সদর হাসপাতালে আনেন স্থানীয় লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়।
মেজর নাঈম আহমেদ বলেন, এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শৈলকুপা থানায় ১৪ জনের নামসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করেছেন। এরপর থেকেই আসামিদের গ্রেপ্তারে তদন্ত শুরু করে র্যাব। গতকাল দিন ও রাতের বিভিন্ন সময়ে জেলার ভাটই বাজার, শৈলকুপা থানার বিভিন্ন এলাকা ও মাগুরা জেলার কয়েকটি স্থান থেকে এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদেরকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলমান আছে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামে স্বাধীন বিশ্বাস (২৪) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার মামলায় ৬ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে র্যাব এসব তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভগবাননগর গ্রামের সজীব বিশ্বাস (২০), বিজয় বিশ্বাস (১৮), সুশান্ত বিশ্বাস (৩৫), সুভাষ বিশ্বাস (৪০), প্রসেনজিৎ বিশ্বাস (২৬) ও পলাশ বিশ্বাস (১৬)।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, চড়কপূজা উপলক্ষে ভগবাননগর গ্রামের আদিবাসীপল্লিতে ১৪ এপ্রিল দুপুরে কাদা খেলা নিয়ে স্থানীয় কালীমন্দিরের পাশে সুনীল বিশ্বাসের সঙ্গে শান্তি বিশ্বাস, শিপন বিশ্বাস ও টিপন বিশ্বাসের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে তাঁদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।
পরে ঘটনার দিন রাতে স্থানীয় একটি দোকানে গেলে সুনীল বিশ্বাসকে মারধর করেন প্রতিপক্ষের সমর্থকেরা। সুনীল বিশ্বাসকে রক্ষা করতে এলে তাঁর ছেলে স্বাধীন বিশ্বাসকেও পিটিয়ে আহত করেন তাঁরা। স্বাধীন বিশ্বাসকে উদ্ধার করে জেলার সদর হাসপাতালে আনেন স্থানীয় লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়।
মেজর নাঈম আহমেদ বলেন, এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শৈলকুপা থানায় ১৪ জনের নামসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করেছেন। এরপর থেকেই আসামিদের গ্রেপ্তারে তদন্ত শুরু করে র্যাব। গতকাল দিন ও রাতের বিভিন্ন সময়ে জেলার ভাটই বাজার, শৈলকুপা থানার বিভিন্ন এলাকা ও মাগুরা জেলার কয়েকটি স্থান থেকে এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদেরকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলমান আছে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
১৯ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
২৪ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
৩৯ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে