Ajker Patrika

চাঁদা তোলাকে কেন্দ্র করে যুবলীগ কর্মীকে কোপানোর অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
চাঁদা তোলাকে কেন্দ্র করে যুবলীগ কর্মীকে কোপানোর অভিযোগ

ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার নসিমন–ইজিবাইক স্ট্যান্ডের চাঁদা তোলাকে কেন্দ্র করে রবিউল ইসলাম (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে প্রতিপক্ষরা কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত রবিউল শহরের কাঞ্চনপুর এলাকার আব্দুস সবুরের ছেলে। 

স্থানীয়রা বলছে, পাগলাকানাই গ্রামবাংলা ও ইজিবাইক স্ট্যান্ডের চাঁদা তুলতেন যুবলীগ কর্মী রবিউল ইসলাম। একপর্যায়ে চাঁদা সেখান থেকে চাঁদা তুলতে শুরু করেন পাগলাকানাই ইউনিয়নের সাবেক সদস্য ও আওয়ামী লীগ কর্মী মনির উদ্দিনসহ কয়েকজন। এ নিয়ে তাদের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে মনির উদ্দিনসহ কয়েকজন গত শনিবার দুপুরে রবিউলকে কুপিয়ে আহত করে। এরপর সদর হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে সোমবার সন্ধ্যায় পাগলাকানাই এলাকায় গেলে তারা ধারালো অস্ত্র নিয়ে রবিউলের ওপর আবারও হামলা করে এবং ভেটুলতলা মোড়ে কুপিয়ে আহত করে। 

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো থানায় কোনো মামলা হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত