মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
অস্ত্র, গোলাবারুদসহ সুন্দরবনের ডাকাত আনারুল বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। আজ সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
সিয়াম-উল-হক জানান, সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিসসংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দোয়ানি এলাকায় দুর্ধর্ষ ডাকাত দল আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাতে কোস্ট গার্ড বেইস, মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সমন্বয়ে একটি বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের ভেতরে পালিয়ে যান। পরে ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলিসহ ডাকাত আনারুল বাহিনীর সদস্য মো. বিল্লাল হোসেনকে (৩৩) আটক করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা।
আটক মো. বিল্লাল হোসেন (৩৩) খুলনার কয়রা থানার বাসিন্দা।
সিয়াম-উল-হক আরও জানান, বিল্লাল দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি ডাকাত আনারুল বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করে আসছেন।
উদ্ধার করা অবৈধ অস্ত্র, গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশ উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অস্ত্র, গোলাবারুদসহ সুন্দরবনের ডাকাত আনারুল বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। আজ সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
সিয়াম-উল-হক জানান, সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিসসংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দোয়ানি এলাকায় দুর্ধর্ষ ডাকাত দল আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাতে কোস্ট গার্ড বেইস, মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সমন্বয়ে একটি বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের ভেতরে পালিয়ে যান। পরে ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলিসহ ডাকাত আনারুল বাহিনীর সদস্য মো. বিল্লাল হোসেনকে (৩৩) আটক করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা।
আটক মো. বিল্লাল হোসেন (৩৩) খুলনার কয়রা থানার বাসিন্দা।
সিয়াম-উল-হক আরও জানান, বিল্লাল দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি ডাকাত আনারুল বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করে আসছেন।
উদ্ধার করা অবৈধ অস্ত্র, গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশ উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
১ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
২ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৮ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১১ মিনিট আগে