Ajker Patrika

এনসিপির নেতাকে হুমকি, বৈষম্যবিরোধী আন্দোলন যশোরের যুগ্ম আহ্বায়ককে শোকজ

­যশোর প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রিজভী। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রিজভী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েলকে হামলার হুমকিদাতা শাহেদ মো. রিজভীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখা।

রিজভী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক। গতকাল সোমবার জেলার আহ্বায়ক রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্তকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. রিজভী কারণ দর্শানো নোটিশের বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে না জানিয়ে আওয়ামী লীগের গুন্ডাপান্ডা নিয়ে ঈদসামগ্রী বিতরণ করেছেন। এ নিয়ে কথা বলায় অসদাচরণের অভিযোগে শোকজ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, গত ২৯ মার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্য একজন সদস্যকে এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহসহ অন্যদের ওপর হামলার উসকানি দেন রিজভী। উল্লেখ্য, রিজভীর বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ যশোরের বিভিন্ন সরকারি দপ্তরের অফিসারদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত