Ajker Patrika

সোনা চোরাচালান মামলায় ৩ আসামির যাবজ্জীবন 

যশোর প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২৩, ১৭: ০০
সোনা চোরাচালান মামলায় ৩ আসামির যাবজ্জীবন 

যশোরে স্বর্ণের চোরাচালান মামলায় তিন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আসাদুজ্জামান। 

সাজাপ্রাপ্তরা হলেন মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার উপজেলার গোলাপরায় গ্রামের রতন কুমার পোদ্দার, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের প্রদীপ সাহা ও ঢাকার গেন্ডারিয়ার কালীগঞ্জ শাহা রোড়ের পংকজ দত্ত। 

আদালত সূত্র জানা গেছে, ২০২০ সালের ৩০ নভেম্বর যশোর বিজিবি-৪৯ ব্যাটালিয়ন সংবাদ পায় যশোর-মাগুরা সড়ক থেকে স্বর্ণ নিয়ে পাচারকারীরা আসছেন। তারা যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাজারে অবস্থান নেয়। দুপুরে শরীয়তপুর থেকে বেনাপোলগামী একটি বাস তল্লাশি করে ৩০টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করে। 

উদ্ধার করা স্বর্ণের ওজন সাড়ে তিন কেজি। যার দাম ২ কোটি ৪১ লাখ পঞ্চাশ হাজার টাকা। এ ঘটনায় বিজিবি মামলা করে। মামলাটি তদন্ত করে সিআইডি ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত