সাতক্ষীরা প্রতিনিধি
‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’—এই স্লোগানে সাতক্ষীরায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
এ সময় দুদকের খুলনার পরিচালক মোনজুরুল মোরশেদ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মো. কাজী মনিরুজ্জামানসহ জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও অভিযোগকারীরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলার এক ব্যক্তি অভিযোগ করেন, সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিল তুলতে তাঁর তিন হাজার টাকা লেগেছিল। উত্তরে সাব-রেজিস্ট্রার রিপন মুন্সি জানান, দলিল তুলতে ৮০০ টাকা লাগে, সঙ্গে লাগে ১০০ টাকা। তিন হাজার টাকাকে নিয়েছে, তা তাঁর জানা নেই।
অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, রেজিস্ট্রি অফিসের দুর্নীতির বিষয়ে সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। বিষয়টি আমলে নিয়ে অধিকতর তদন্তের আশ্বাস দেন কমিশনার।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুর্নীতির বিষয়ে এক অভিযোগকারী বলেন, বিনেরপোতা এলাকায় কুন্দুরডাঙ্গী খালের এক কিলোমিটার খনন করেছিল মৎস্য অধিদপ্তর। পরবর্তী সময় সেই খালের একই জায়গায় খনন দেখিয়ে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করে পাউবোর কর্মকর্তারা।
এ ছাড়া গোবিন্দপুর থেকে বিনেরপোতা অভিমুখী পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারে তিন কোটি টাকা খরচ করে পাউবোর কর্মকর্তারা ও ঠিকাদারের যোগসাজশে পাঁচ কোটি টাকা উত্তোলন করে দুই কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজকে নিয়েও দুর্নীতির বড় অভিযোগ রয়েছে বলে গণশুনানিতে উঠে এসেছে। মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমানের সময় ৫০ লাখ টাকার এসি, ফার্নিচার ও ল্যাবের বিভিন্ন যন্ত্রাংশ কেনা হয়েছিল। পরবর্তীকালে অধ্যক্ষ রুহুল কুদ্দুস সেসব জিনিসপত্র ব্যবহার না করে অন্যত্র বিক্রি করে দিয়েছিলেন বলে অভিযোগ দেওয়া হয়েছে দুদক কমিশনারের কাছে। এ ছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রকল্যাণ তহবিলের ৮০ লাখ টাকা তছরুপের অভিযোগ দেওয়া হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, ‘৩৬টি অভিযোগ পেয়েছি। প্রতিটি অভিযোগের তদন্ত হবে।’
‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’—এই স্লোগানে সাতক্ষীরায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
এ সময় দুদকের খুলনার পরিচালক মোনজুরুল মোরশেদ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মো. কাজী মনিরুজ্জামানসহ জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও অভিযোগকারীরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলার এক ব্যক্তি অভিযোগ করেন, সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিল তুলতে তাঁর তিন হাজার টাকা লেগেছিল। উত্তরে সাব-রেজিস্ট্রার রিপন মুন্সি জানান, দলিল তুলতে ৮০০ টাকা লাগে, সঙ্গে লাগে ১০০ টাকা। তিন হাজার টাকাকে নিয়েছে, তা তাঁর জানা নেই।
অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, রেজিস্ট্রি অফিসের দুর্নীতির বিষয়ে সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। বিষয়টি আমলে নিয়ে অধিকতর তদন্তের আশ্বাস দেন কমিশনার।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুর্নীতির বিষয়ে এক অভিযোগকারী বলেন, বিনেরপোতা এলাকায় কুন্দুরডাঙ্গী খালের এক কিলোমিটার খনন করেছিল মৎস্য অধিদপ্তর। পরবর্তী সময় সেই খালের একই জায়গায় খনন দেখিয়ে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করে পাউবোর কর্মকর্তারা।
এ ছাড়া গোবিন্দপুর থেকে বিনেরপোতা অভিমুখী পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারে তিন কোটি টাকা খরচ করে পাউবোর কর্মকর্তারা ও ঠিকাদারের যোগসাজশে পাঁচ কোটি টাকা উত্তোলন করে দুই কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজকে নিয়েও দুর্নীতির বড় অভিযোগ রয়েছে বলে গণশুনানিতে উঠে এসেছে। মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমানের সময় ৫০ লাখ টাকার এসি, ফার্নিচার ও ল্যাবের বিভিন্ন যন্ত্রাংশ কেনা হয়েছিল। পরবর্তীকালে অধ্যক্ষ রুহুল কুদ্দুস সেসব জিনিসপত্র ব্যবহার না করে অন্যত্র বিক্রি করে দিয়েছিলেন বলে অভিযোগ দেওয়া হয়েছে দুদক কমিশনারের কাছে। এ ছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রকল্যাণ তহবিলের ৮০ লাখ টাকা তছরুপের অভিযোগ দেওয়া হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, ‘৩৬টি অভিযোগ পেয়েছি। প্রতিটি অভিযোগের তদন্ত হবে।’
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের ২০০ গজের মধ্যে শুক্রবার (৯ মে) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুটি বাঙ্কার নির্মাণ করেছে। এতে সীমান্ত এলাকার বাংলাদেশি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেনে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
৪ মিনিট আগেপ্রায় এক যুগ পর বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৩৫টি পরিচালক পদের পূর্ণ প্যানেলে জয় পেয়েছে বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স।
১২ মিনিট আগেপাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘নিরাপত্তার স্বার্থে’ তাঁদের রূপপুর প্রকল্প ও গ্রিন সিটি বহুতল আবাসিক এলাকায় প্রবেশ নিষিদ্ধ করে পৃথক চিঠি দেওয়া হয়েছে।
২৪ মিনিট আগেপটুয়াখালীর দশমিনা উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার হয়েছেন স্বেচ্ছাসেবী আহসানুল্লাহ মুনিম। উপজেলা সিপিপি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে