Ajker Patrika

র‍্যাগিং ফৌজধারী অপরাধ, শাস্তি নিশ্চিতের জন্য অভিযোগ জানাতে হবে: খুবি উপাচার্য

খুবি প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৯: ০৩
র‍্যাগিং ফৌজধারী অপরাধ, শাস্তি নিশ্চিতের জন্য অভিযোগ জানাতে হবে: খুবি উপাচার্য

র‍্যাগিং বন্ধে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। আজ মঙ্গবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। উপাচার্য বলেন, ‘র‍্যাগিং এখন ব্যাধিতে পরিণত হয়েছে। এটি একটি ফৌজদারি অপরাধ। তাই এটিকে চেপে রাখা যাবে না। র‍্যাগিংয়ের ঘটনা ঘটলে শাস্তি নিশ্চিতের জন্য অভিযোগ জানাতে হবে। এ ক্ষেত্রে ডিসিপ্লিন প্রধানদের এগিয়ে আসতে হবে। র‍্যাগিংয়ের শাস্তি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে হবে। কোনো শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার হলে তাকে সহযোগিতা করতে হবে।’ 

সভায় উপাচার্য বলেন, ‘এ বছর ইউজিসির এপিএ মূল্যায়নে খুলনা বিশ্ববিদ্যালয় চতুর্থ অবস্থানে উঠে এসেছে। এ ছাড়া টাইমস্ হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়েও স্থান করে নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। এ দুটি খবর আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এই অর্জন ধরে রাখতে হবে। কেননা কোনো কিছু অর্জন করলে তার ধারাবাহিকতা রক্ষা করাই চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।’ 

এ সময় উপাচার্য এ সাফল্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটি, র‍্যাঙ্কিং কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। সভায় উপাচার্য সেশনাল ট্যুরের ক্ষেত্রে স্থান নির্বাচন, ট্যুর প্ল্যান, ডেঙ্গু প্রতিরোধে ক্যাম্পাসে মশকনিধনসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও ভৌত অবকাঠামোর বিভিন্ন বিষয়ে আলোচনা এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। 

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় পরিচালক এবং শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা ও সূচনা বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত