Ajker Patrika

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তার চুরির সময় আটক ২ 

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১০: ৪১
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তার চুরির সময় আটক ২ 

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তার চুরি করে পালানোর সময় দুই তরুণকে আটক করা হয়েছে। আজ শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে খুলনা-৩ আনসার ব্যাটালিয়নের রামপাল ক্যাম্পের সদস্যরা বিদ্যুৎকেন্দ্রের সাইলো এলাকা থেকে দুটি মোটরসাইকেলসহ তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ কেজি তামার তার জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. তানভির (২৪) এবং একই উপজেলার চাঁদপুর গ্রামের ওবায়দুল্লাহ শেখ (২৩)। এ ঘটনায় রামপাল থানায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। 

এ নিয়ে জানতে চাইলে আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ জানান, বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে তামার তার পাচার করা হবে এমন খবরে আজ বিকেল সাড়ে ৫টার দিকে সেখানকার সাইলো এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকজনের একটি দলকে দেখে ধাওয়া করেন তাঁরা। তাঁদের মধ্যে তার কাটার কাজে যুক্ত গ্রুপের সদস্যরা পালিয়ে যান। তবে দুটি মোটরসাইকেল, ১৫ কেজি তামার তারসহ দুজনকে আটক করা হয়। পরে তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক জব্দ করা মালামালসহ আটকদের পুলিশে সোপর্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত