Ajker Patrika

ভারতে অনুপ্রবেশের সময় দৌলতপুরে ৩ যুবক গ্রেপ্তার 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১০: ০৮
ভারতে অনুপ্রবেশের সময় দৌলতপুরে ৩ যুবক গ্রেপ্তার 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর সীমান্ত থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাটোর সদর উপজেলার চক বৈদ্যনাথ গ্রামের রাশেদুল ইসলাম (৩৭), একই উপজেলার উত্তর বড়গাছা জেলার পাড়া গ্রামের রেজাউল ইসলাম (৩০) ও রাজশাহীর বাঘা উপজেলার হাকিমপুর গ্রামের আমিনুল ইসলাম ডাবলু (৪২)। 

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মো. মাহবুব মুর্শেদ রহমানের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের নামে একাধিক মাদক, নাশকতা, চুরি, চাঁদাবাজি ও হত্যা মামলা রয়েছে। 

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, উদয়নগর বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এলাকার সীমানা পিলার ৮৪ /৫-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া গ্রামের আকবর আলীর বাড়িতে গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে অভিযান চালায় বিজিবি। তখন ওই তিন বাংলাদেশি যুবককে আটক করা হয়। 

তিন যুবকের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারের বিষয়ে দৌলতপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে দৌলতপুর থানা থেকে তাঁদের নাটোর পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত