Ajker Patrika

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে ৯ বস্তা সরকারি চাল জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে ৯ বস্তা সরকারি চাল জব্দ

চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরগঞ্জ ঠাকুরপুরে যৌথ বাহিনীর অভিযানে খাদ্য অধিদপ্তরের ৯ বস্তা চাল জব্দ করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এক পাওয়ার টিলারচালকের বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়। 

এ ঘটনায় পাওয়ার টিলারচালক মুক্তার আলীকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি ঠাকুরপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। 

স্থানীয় বাসিন্দা সামসুল ইসলাম জানান, অভিযানের আগে বেলা ২টার দিকে গ্রামের পচা নামের এক ভ্যানচালক ৯ বস্তা চাল মুক্তারের বাড়িতে নামিয়ে দেন। এ সময় চালের বস্তাগুলো নিয়ে গ্রামবাসীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। এর এক ঘণ্টার মধ্যেই সেনাবাহিনীর সদস্যরা তাঁর বাড়িতে অভিযান চালিয়ে চালের বস্তাগুলো উদ্ধার করেন। 

মুক্তার আলী জানান, একই গ্রামের মৃত হারিস উদ্দীনের ছেলে ক্যারম বোর্ড ব্যবসায়ী টিটন হোসেন দুপুরে পচার ভ্যানে ৯ বস্তা চাল তাঁর বাড়িতে পাঠান। দুপুরে তিনি বাড়িতে এসে স্ত্রী চুমকি খাতুনের কাছ থেকে এ ঘটনা জানতে পারেন। 

জব্দ করা চালের বস্তাতিনি বলেন, ‘চালগুলোর বিষয়ে আমি কিছুই জানি না। টিটন হোসেন আমার দূরসম্পর্কের আত্মীয়। সে চালগুলো কোথায় পেয়েছে, তা-ও আমার জানা নেই।’

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘বিকেলেই চালগুলো জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মুক্তার আলীকে হেফাজতে নেওয়া হয়েছে। আমরা আরও কিছু তথ্য হাতে পেয়েছি। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। পরবর্তী সময় পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা পুলিশ কমিশনার নাজমুল করিম বরখাস্ত

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ