খুলনা প্রতিনিধি
খুলনায় মরা গরুর গোশতসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নগরীর গল্লামারী এম এ বারী সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় গোশত পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার নিকারীপাড়া জলিলপুর এলাকার বাসিন্দা মো. মমিন ও সোনাডাঙ্গা মডেল থানাধীন আলীর ক্লাবসংলগ্ন আল আমিন মহল্লার বাসিন্দা তামিম হাওলাদার।
বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এএসআই মো. আলিম হোসেন সোনাডাঙ্গা মডেল থানাধীন গল্লামারী এম এ বারী সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে একটি পিকআপ (নম্বর ন-১১-১২৯০) বারী সড়কে প্রবেশ করলে তাঁর সন্দেহ হয়।
তিনি পিকআপ থামিয়ে চালক মো. মমিনকে জিজ্ঞাসা করলে তিনি জানান, গাড়িতে গরুর চার মণ ৩০ কেজি গোশত রয়েছে। পুলিশ কর্মকর্তার সন্দেহ আরও ঘনীভূত হয়। এ সময়ে মমিনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সোনাডাঙ্গা থানাধীন আল আমিন এলাকার বাসিন্দা তামিমের কাছে পৌঁছে দেওয়ার জন্য গোশত চুয়াডাঙ্গা থেকে আনা হয়েছে।
মিজানুর রহমান আরও জানান, এরপর ঘটনাস্থলে ডেকে নেওয়া হয় তামিমকে। তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গোশতের প্রকৃত মালিকের নাম ও ঠিকানা পুলিশের কাছে জানান। পুলিশ গোশতের প্রকৃত মালিক চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সাহারেজ হোসেনের সঙ্গে যোগাযোগ করে। এ সময়ে তিনি পুলিশকে জানান, গতকাল বুধবার (১১ জুন) সন্ধ্যায় গরুটি স্ট্রোক করলে জবাই করা হয় এবং ৬৩ হাজার টাকায় গরুর গোশত বিক্রি করা হয়। রাত ৩টার দিকে গোশত নিয়ে খুলনার উদ্দেশে রওনা হন।
জানা গেছে, উল্লিখিত আসামিরা বিভিন্ন জায়গা থেকে রোগাক্রান্ত ও মৃত গরুর গোশত সংগ্রহ করে খুলনা মহানগরীর বিভিন্ন হোটেলে সরবরাহ করেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খাদ্যনিরাপত্তা আইনের ২০১৩ সালের ৫৮ তফসিলে ক্রমিক নম্বর ১৫-এর ৩৪ ধারায় থানায় মামলা হয়েছে। জব্দ হওয়া গোশত পরীক্ষার জন্য ১ কেজি রাখা হয়েছে, বাকি অংশটুকু আদালতের নির্দেশে ধ্বংস করা হবে।
খুলনায় মরা গরুর গোশতসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নগরীর গল্লামারী এম এ বারী সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় গোশত পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার নিকারীপাড়া জলিলপুর এলাকার বাসিন্দা মো. মমিন ও সোনাডাঙ্গা মডেল থানাধীন আলীর ক্লাবসংলগ্ন আল আমিন মহল্লার বাসিন্দা তামিম হাওলাদার।
বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এএসআই মো. আলিম হোসেন সোনাডাঙ্গা মডেল থানাধীন গল্লামারী এম এ বারী সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে একটি পিকআপ (নম্বর ন-১১-১২৯০) বারী সড়কে প্রবেশ করলে তাঁর সন্দেহ হয়।
তিনি পিকআপ থামিয়ে চালক মো. মমিনকে জিজ্ঞাসা করলে তিনি জানান, গাড়িতে গরুর চার মণ ৩০ কেজি গোশত রয়েছে। পুলিশ কর্মকর্তার সন্দেহ আরও ঘনীভূত হয়। এ সময়ে মমিনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সোনাডাঙ্গা থানাধীন আল আমিন এলাকার বাসিন্দা তামিমের কাছে পৌঁছে দেওয়ার জন্য গোশত চুয়াডাঙ্গা থেকে আনা হয়েছে।
মিজানুর রহমান আরও জানান, এরপর ঘটনাস্থলে ডেকে নেওয়া হয় তামিমকে। তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গোশতের প্রকৃত মালিকের নাম ও ঠিকানা পুলিশের কাছে জানান। পুলিশ গোশতের প্রকৃত মালিক চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সাহারেজ হোসেনের সঙ্গে যোগাযোগ করে। এ সময়ে তিনি পুলিশকে জানান, গতকাল বুধবার (১১ জুন) সন্ধ্যায় গরুটি স্ট্রোক করলে জবাই করা হয় এবং ৬৩ হাজার টাকায় গরুর গোশত বিক্রি করা হয়। রাত ৩টার দিকে গোশত নিয়ে খুলনার উদ্দেশে রওনা হন।
জানা গেছে, উল্লিখিত আসামিরা বিভিন্ন জায়গা থেকে রোগাক্রান্ত ও মৃত গরুর গোশত সংগ্রহ করে খুলনা মহানগরীর বিভিন্ন হোটেলে সরবরাহ করেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খাদ্যনিরাপত্তা আইনের ২০১৩ সালের ৫৮ তফসিলে ক্রমিক নম্বর ১৫-এর ৩৪ ধারায় থানায় মামলা হয়েছে। জব্দ হওয়া গোশত পরীক্ষার জন্য ১ কেজি রাখা হয়েছে, বাকি অংশটুকু আদালতের নির্দেশে ধ্বংস করা হবে।
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৫ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৯ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
১ ঘণ্টা আগে