Ajker Patrika

ইবিতে বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

ইবি প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে ধরে থানা নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে ধরে থানা নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

নিষিদ্ধ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার কৃষিবিষয়ক সম্পাদক সায়মুম খানকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। তিনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।

গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাঁকে আটক করা হয়। পরে নিরাপত্তা কর্মকর্তাদের সহযোগিতায় তাঁকে থানায় সোপর্দ করা হয়।

জানা যায়, গত বছরের জুনে ওই ছাত্রলীগ নেতা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুল ইসলাম সৌরভকে বেয়াদবির অভিযোগে ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার হুমকি দেন। সোমবার রাতে ছাত্রলীগের ওই নেতা মেইন গেটে বান্ধবীর সঙ্গে দেখা করতে এলে ভুক্তভোগী সৌরভসহ অন্যরা তাকে ধরে থানায় সোপর্দ করেন।

পরে নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযোগপত্রে বলা হয়, ‘অভিযুক্ত সায়মুম গত বছরের ৫ জুন সিফাত সিদ্দিকের মাধ্যমে কল দিয়ে শহীদ আনাস হলের ৪০৩ রুমে নিয়ে কথাবার্তার অজুহাতে তাঁকে হলের ছাদে নিয়ে যান এবং ছাদ থেকে ফেলে দিয়ে প্রাণনাশের হুমকি দেন। পরে তাঁকে মারধর করে সিঁড়ি দিয়ে ফেলে দেন। এতে তিনি গুরুতর আহত হন।’

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি নিয়ে কাজ চলছে। নিষিদ্ধ সংগঠনসংশ্লিষ্ট একটি মামলায় তাঁকে চালান দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত