Ajker Patrika

হিসনা নদী পুনরুদ্ধারে খননকাজ শুরু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৪: ৪০
হিসনা নদী পুনরুদ্ধারে খননকাজ শুরু

কুষ্টিয়ার দৌলতপুরে মৃতপ্রায় হিসনা নদী পুনরুদ্ধারে খননকাজ শুরু করা হয়েছে। আজ বুধবার সকালে খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংশ্লিষ্ট আসন কুষ্টিয়া-১-এর সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্। হিসনা নদীর নাব্যতা ও প্রবাহ ফেরানোর জন্য প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে আট কিলোমিটার এলাকায় খননকাজ শুরু হয়। এতে নদীপাড়ের মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

জানা যায়, প্রথম ধাপে দৌলতপুরের মহিষকুণ্ডি বাঁধের বাজার থেকে হিসনাপাড়া পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ, গড়ে ২০ মিটার প্রস্থ ও প্রয়োজন অনুযায়ী গভীরতায় নদীটি খনন করা হবে। তাজুয়ার ট্রেড সিস্টেম লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। 

এলাকাবাসীর মতে, খনন প্রক্রিয়া সফল হলে ফসলি জমি, বাজারঘাটের জলাবদ্ধতা নিরসনসহ প্রবহমান নদী এই অঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে। 

উপজেলার বাঁধের বাজার এলাকায় খনন ও তীর সংরক্ষণকাজের উদ্বোধন শেষে আলোচনা অনুষ্ঠানে অংশ নেন এমপি বাদশাহ্। এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার, পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, প্রাগপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত