পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় মা হালিমা (৪৫) ও মেয়ে লাইজুকে (১৮) কুপিয়ে জখম করা হয়েছে বলে জানা গেছে। গুরুতর অবস্থায় মা ও মেয়েকে পাথরঘাটা থানা-পুলিশ উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁদের উভয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান।
আজ শুক্রবার জুমার নামাজের পর বেলা দুইটার দিকে উপজেলার কাঁঠালতলি ইউনিয়নের কালিপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় শামীম নামের এক বখাটে ও তাঁর মা নুরুন্নাহার বেগম। অভিযুক্ত শামীম উপজেলার কাঁঠালতলি ইউনিয়নের কালিপুর গ্রামের আট নম্বর ওয়ার্ডের আনসার মল্লিকের ছেলে।
এ ঘটনার বিষয়ে ইউপি সদস্য ছগির হোসেন বলেন, ‘শামিমের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক সেবনসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। মাস দুয়েক আগে চুরির মামলায় কারাভোগ করে এসেছে।’
ভুক্তভোগী হালিমার স্বামী জামাল হোসেন বলেন, ‘জুমার নামাজে আমার ছোট ছেলে ইমন নামাজ পড়তে যায়। এ সময় আনসার মল্লিকের ছোট ছেলে শাহীন ইমনের গায়ে ও নতুন জামায় মবিল লাগিয়ে দেয়। এ বিষয়টি আমার স্ত্রী ও মেয়ে শাহীনের মায়ের কাছে অভিযোগ দিতে গেলে শামীম ও তাঁর মা নুরুন্নাহার ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তাঁদের দুজনকেই কোপ দেয়।
আহতের অবস্থা সম্পর্কে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদ হাসান জানান, ‘মা ও মেয়ের শরীরে প্রায় অর্ধশত সেলাই দেওয়া হয়েছে। তাঁদের অনেক রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘ঘটনা শোনার সাথে সাথে ওই এলাকায় টহলরত পুলিশ টিমকে পাঠিয়ে মা ও মেয়েকে উদ্ধার করা হয়েছে। ঘাতক শামীম ও তাঁর মাকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।’
বরগুনার পাথরঘাটায় মা হালিমা (৪৫) ও মেয়ে লাইজুকে (১৮) কুপিয়ে জখম করা হয়েছে বলে জানা গেছে। গুরুতর অবস্থায় মা ও মেয়েকে পাথরঘাটা থানা-পুলিশ উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁদের উভয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান।
আজ শুক্রবার জুমার নামাজের পর বেলা দুইটার দিকে উপজেলার কাঁঠালতলি ইউনিয়নের কালিপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় শামীম নামের এক বখাটে ও তাঁর মা নুরুন্নাহার বেগম। অভিযুক্ত শামীম উপজেলার কাঁঠালতলি ইউনিয়নের কালিপুর গ্রামের আট নম্বর ওয়ার্ডের আনসার মল্লিকের ছেলে।
এ ঘটনার বিষয়ে ইউপি সদস্য ছগির হোসেন বলেন, ‘শামিমের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক সেবনসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। মাস দুয়েক আগে চুরির মামলায় কারাভোগ করে এসেছে।’
ভুক্তভোগী হালিমার স্বামী জামাল হোসেন বলেন, ‘জুমার নামাজে আমার ছোট ছেলে ইমন নামাজ পড়তে যায়। এ সময় আনসার মল্লিকের ছোট ছেলে শাহীন ইমনের গায়ে ও নতুন জামায় মবিল লাগিয়ে দেয়। এ বিষয়টি আমার স্ত্রী ও মেয়ে শাহীনের মায়ের কাছে অভিযোগ দিতে গেলে শামীম ও তাঁর মা নুরুন্নাহার ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তাঁদের দুজনকেই কোপ দেয়।
আহতের অবস্থা সম্পর্কে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদ হাসান জানান, ‘মা ও মেয়ের শরীরে প্রায় অর্ধশত সেলাই দেওয়া হয়েছে। তাঁদের অনেক রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘ঘটনা শোনার সাথে সাথে ওই এলাকায় টহলরত পুলিশ টিমকে পাঠিয়ে মা ও মেয়েকে উদ্ধার করা হয়েছে। ঘাতক শামীম ও তাঁর মাকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।’
রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১০ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২০ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৪ মিনিট আগে