Ajker Patrika

ঝিনাইদহে ইটভাটায় এক্সকাভেটর উল্টে চালক নিহত 

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৫: ৪১
ঝিনাইদহে ইটভাটায় এক্সকাভেটর উল্টে চালক নিহত 

ঝিনাইদহে ইটভাটায় এক্সকাভেটর উল্টে সবুজ কাজী (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে ঝিনাইদহ সদরের উত্তর কাষ্টসাগরা গ্রামের এক ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত সবুজ পাবনা জেলার আমিনপুর এলাকার দুলু কাজীর ছেলে। তিনি এক্সকাভেটরচালক ছিলেন। 

ইটভাটাশ্রমিক অহিদুল ইসলাম বলেন, ‘রাতে আমরা ভাটার চুল্লিতে ইট পোড়ানোর কাজে ব্যস্ত ছিলাম। রাত ২টার দিকে দেখি গাড়ির লাইট আকাশের দিকে যাচ্ছে। আমরা ভেবেছি গাড়ির কোনো সমস্যা হয়েছে, গাড়ি ঠিক করছে এটা ভেবে ওদিকে যায়নি। পরে কাজ শেষ করে ঘুমাতে যাই। সকালে নিহতের ছোট ভাই সেখানে গেলে দেখতে পায় গাড়ি উল্টে তার ভাই মারা গেছে। পরে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের মাধ্যমে লাশ উদ্ধার করে।’ 

নিহতের ছোট ভাই সোহাগ কাজী বলেন, ‘ফাইভ স্টার ভাটায় তিন বছর ধরে আমরা দুই ভাই গাড়ির চালক হিসেবে কাজ করছি। গত রাতে আমি গাড়ি দিয়ে মাটি সরানোর কাজ করছিলাম পরে রাত ১টার দিকে কাজ শেষ করে ঘুমাতে যাই। তখন আমার বড় ভাই গাড়ি চালাচ্ছিল। পরে সকালে এসে দেখি গাড়ির চেন ছিঁড়ে উল্টো হয়ে পড়ে আছে, আর এর নিচে চাপা পড়ে ভাই।’ 

ফাইভ স্টার ইটভাটার মালিক মুসা মিয়ার কাছে জানতে চেয়ে ফোন দিলে তিনি ব্যস্ত আছেন আর এ বিষয়ে কথা বলবেন না বলে কল কেটে দেন। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, সকালে ফাইভ স্টার ইটভাটা থেকে একজন  এক্সকাভেটরচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্ভবত কাজ করার সময় গাড়ি উল্টে তাঁর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত