রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বহনের অপরাধে একজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সন্ধ্যায় উপজেলার নজিরটিলা এলাকায় এই অভিযান চালানো হয়।
দণ্ডিত জসিম উদ্দীন ওরফে বাঘ জসিম রামগড় পৌরসভার নজিরটিলার এলাকার বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নজিরটিলা এলাকায় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে পাহাড় কেটে মাটি বহনের সময় জসিম উদ্দীন ওরফে বাঘ জসিমকে হাতেনাতে আটক করেন। এ সময় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২ মাসের জেল প্রদান করেন আদালত।
এর আগে গত শুক্রবার উপজেলার সোনাইআগা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে রকিবুল ইসলাম রকি নামের একজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার আজকের পত্রিকা বলেন, পাহাড় কাটা আইনগত অপরাধ। পাহাড় কেটে মাটি বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় কাটার বিরুদ্ধে সোচ্চার রয়েছে প্রশাসন। অভিযোগ পেলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বহনের অপরাধে একজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সন্ধ্যায় উপজেলার নজিরটিলা এলাকায় এই অভিযান চালানো হয়।
দণ্ডিত জসিম উদ্দীন ওরফে বাঘ জসিম রামগড় পৌরসভার নজিরটিলার এলাকার বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নজিরটিলা এলাকায় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে পাহাড় কেটে মাটি বহনের সময় জসিম উদ্দীন ওরফে বাঘ জসিমকে হাতেনাতে আটক করেন। এ সময় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২ মাসের জেল প্রদান করেন আদালত।
এর আগে গত শুক্রবার উপজেলার সোনাইআগা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে রকিবুল ইসলাম রকি নামের একজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার আজকের পত্রিকা বলেন, পাহাড় কাটা আইনগত অপরাধ। পাহাড় কেটে মাটি বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় কাটার বিরুদ্ধে সোচ্চার রয়েছে প্রশাসন। অভিযোগ পেলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শত বছর ধরে বিশ্বকর্মা পূজার দিন কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হতো। ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার পর এই আয়োজন বন্ধ হয়ে যায়। ২০০৯ সাল থেকে আবার এটি চালু হলেও রাজনৈতিক আধিপত্যের কারণে ২০১৮ সাল থেকে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
৬ মিনিট আগেরাজধানীর দক্ষিণখানে রিনা মনিকা কস্তা (৪৩) নামের এক খ্রিষ্টান নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে দক্ষিণখানের পশ্চিম মোল্লারটেক কাজী অফিসের মোড় সংলগ্ন একটি বাড়ির ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়।
২১ মিনিট আগেনিহত ফালু মিয়া পুষ্টকামুরী গ্রামের ইলিম উদ্দিনের ছেলে। গত মঙ্গলবার সকালে বাড়ির পাশের খালে ধর্মজাল দিয়ে মাছ ধরতে নেমে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে মির্জাপুর ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে সারাদিন উদ্ধার কাজ চালালেও তার খোঁজ মেলেনি।
২৩ মিনিট আগেরাজধানীর রমনা থানার মগবাজার ওয়্যারলেস এলাকা থেকে প্রতারণা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নুর উদ্দিন ওরফে জাহাঙ্গীর (৩৭)।
৩৪ মিনিট আগে