আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার সোনামুখী ইউনিয়নের হলহলিয়া রেল ব্রিজের পশ্চিম পাশে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে তুলসীগঙ্গা নদীর ওপর রেল ব্রিজের পশ্চিম পাশে অপরিচিত এক ব্যক্তি রেললাইনের ওপরে বসে ছিলেন। স্থানীয়রা ট্রেন আসছে বলে চিৎকার দিয়ে তাঁকে ডাকাডাকি করলেও তিনি শুনতে পাননি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।
স্থানীয় বাসিন্দা আবু রায়হান বলেন, ‘খুব সকালে এক ব্যক্তি রেল ব্রিজের পশ্চিম পাশে লাইনের ওপর বসে ছিলেন। ট্রেন আসার সময় আমাদের গ্রামের এক ব্যক্তি তাঁকে ডাকছিলেন, তখন তিনি শুনতে পাননি। মুহূর্তের মধ্য ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে মারা যান।’
জানতে চাইলে আক্কেলপুর রেল স্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন আজ ভোর ৫টা ২৮ মিনিটে আক্কেলপুর স্টেশন থ্রু-পাস করে। ওই ট্রেনেই তিনি কাটা পড়তে পারেন। ঘটনাটি সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানায় জানানো হয়েছে।’
সান্তাহার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হলহলিয়া রেল ব্রিজে এসেছি। ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। আমরা মরদেহের আঙুলের ছাপ নিয়েছি এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’
জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার সোনামুখী ইউনিয়নের হলহলিয়া রেল ব্রিজের পশ্চিম পাশে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে তুলসীগঙ্গা নদীর ওপর রেল ব্রিজের পশ্চিম পাশে অপরিচিত এক ব্যক্তি রেললাইনের ওপরে বসে ছিলেন। স্থানীয়রা ট্রেন আসছে বলে চিৎকার দিয়ে তাঁকে ডাকাডাকি করলেও তিনি শুনতে পাননি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।
স্থানীয় বাসিন্দা আবু রায়হান বলেন, ‘খুব সকালে এক ব্যক্তি রেল ব্রিজের পশ্চিম পাশে লাইনের ওপর বসে ছিলেন। ট্রেন আসার সময় আমাদের গ্রামের এক ব্যক্তি তাঁকে ডাকছিলেন, তখন তিনি শুনতে পাননি। মুহূর্তের মধ্য ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে মারা যান।’
জানতে চাইলে আক্কেলপুর রেল স্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন আজ ভোর ৫টা ২৮ মিনিটে আক্কেলপুর স্টেশন থ্রু-পাস করে। ওই ট্রেনেই তিনি কাটা পড়তে পারেন। ঘটনাটি সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানায় জানানো হয়েছে।’
সান্তাহার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হলহলিয়া রেল ব্রিজে এসেছি। ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। আমরা মরদেহের আঙুলের ছাপ নিয়েছি এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
১ সেকেন্ড আগেময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৯ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৭ ঘণ্টা আগে