আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে মিম আক্তার (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আক্কেলপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্টপুর মহল্লায় এই ঘটনা ঘটে। মিম একই এলাকার আকাশ হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে আকাশ পলাতক আছেন।
মিমের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন। তিনি বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, এক বছর আগে নওগাঁর সদর উপজেলার চাকলা গ্রামের আল আমিন হোসেনের মেয়ের সঙ্গে আক্কেলপুর পৌরসভার শ্রীকৃষ্টপুর মহল্লার সিরাজুল ইসলামের ছেলে আকাশের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেই থাকত। গত বুধবার দিবাগত রাতে তাঁরা স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সকালে ওই ঘর থেকে মিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মিমের খালা মনোয়ারা বেগম বলেন, ‘আমাদের মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।’
আকাশের হোসেনের মা মেমি আক্তার বলেন, ‘আমার ছেলের সঙ্গে রাতে বৌমার কোনো ঝগড়া হয়নি। সকালে আমি ডেকেছিলাম ঘুম থেকে ওঠার জন্য। তখন ছেলে ঘরেই ছিল। মা ছেলে মিলে বৌমাকে ডাকাডাকি করছিলাম তখনো ঘুম থেকে উঠে না। পরে দেখি বৌমার গলায় দাগ।’
নিহত মিম আক্তারের মা অঞ্জনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের পর থেকে মেয়ের জামাই মেয়েকে কারণে-অকারণে নির্যাতন করে আসছিল। মেয়ে সব নির্যাতন সহ্য করে সংসার করতে চেয়েছিল। জামায় আমার মেয়েকে হত্যা করে পালিয়েছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। নিহতের ঘরে ঘাটের ওপরে শোয়া অবস্থায় মরদেহ পাওয়া জায়। এই ঘটনায় নিহতের বাবা আল আমিন হোসেন বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছেন এবং নিহতের শাশুড়ি মেমি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছে।’
জয়পুরহাটের আক্কেলপুরে মিম আক্তার (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আক্কেলপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্টপুর মহল্লায় এই ঘটনা ঘটে। মিম একই এলাকার আকাশ হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে আকাশ পলাতক আছেন।
মিমের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন। তিনি বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, এক বছর আগে নওগাঁর সদর উপজেলার চাকলা গ্রামের আল আমিন হোসেনের মেয়ের সঙ্গে আক্কেলপুর পৌরসভার শ্রীকৃষ্টপুর মহল্লার সিরাজুল ইসলামের ছেলে আকাশের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেই থাকত। গত বুধবার দিবাগত রাতে তাঁরা স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সকালে ওই ঘর থেকে মিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মিমের খালা মনোয়ারা বেগম বলেন, ‘আমাদের মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।’
আকাশের হোসেনের মা মেমি আক্তার বলেন, ‘আমার ছেলের সঙ্গে রাতে বৌমার কোনো ঝগড়া হয়নি। সকালে আমি ডেকেছিলাম ঘুম থেকে ওঠার জন্য। তখন ছেলে ঘরেই ছিল। মা ছেলে মিলে বৌমাকে ডাকাডাকি করছিলাম তখনো ঘুম থেকে উঠে না। পরে দেখি বৌমার গলায় দাগ।’
নিহত মিম আক্তারের মা অঞ্জনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের পর থেকে মেয়ের জামাই মেয়েকে কারণে-অকারণে নির্যাতন করে আসছিল। মেয়ে সব নির্যাতন সহ্য করে সংসার করতে চেয়েছিল। জামায় আমার মেয়েকে হত্যা করে পালিয়েছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। নিহতের ঘরে ঘাটের ওপরে শোয়া অবস্থায় মরদেহ পাওয়া জায়। এই ঘটনায় নিহতের বাবা আল আমিন হোসেন বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছেন এবং নিহতের শাশুড়ি মেমি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছে।’
জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে সিফাত হোসেন (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ধোপাদহ গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ মিনিট আগেশরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পারিবারিক শত্রুতার জেরে ছয় বছরের শিশু তায়েবাকে তার আপন চাচি আয়শা বেগম হত্যা করে পাশের বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে রাখেন বলে জানিয়েছে পুলিশ।
৫ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ পারভেজ মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের জৈনা বাজার এলাকা থেকে গতকাল শনিবার রাতে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরহাওলা গ্রামের...
১৭ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ধর্ষণকারী, নারী নির্যাতনকারী, অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ আজ রোববার খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সুপ্রদীপ চাকমা বলেন...
১৯ মিনিট আগে