Ajker Patrika

যশোরে লাইনচ্যুত ট্রেন, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

যশোর প্রতিনিধি
যশোরে লাইনচ্যুত ট্রেন, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

যশোরে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে যশোর স্টেশনে প্রবেশের মুখে এ দুর্ঘটনা ঘটে। যশোরের স্টেশন মাস্টার আয়নাল হাসান এ তথ্য নিশ্চিত করেন। 

আয়নাল হাসান জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী কমিউটার ট্রেনটি সন্ধ্যা সোয়া ৬টার দিকে যশোর স্টেশনের অদূরে এসে পৌঁছায়। এটি স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইন এক্সটেনশন করার মুহূর্তে দুর্ঘটনার মুখে পড়ে। এ সময় ট্রেনের ইঞ্জিন ও একটি বগি অপর একটি লাইনে চলে যায়। এ ছাড়া বাকি বগিগুলো আরেকটি লাইনে থেকে যায়। 

যশোরে লাইনচ্যুত হওয়া টেনের বগিস্টেশন মাস্টার আয়নাল হাসান আরও জানান, দুর্ঘটনার পরপরই খুলনা ও বেনাপোল থেকে রিলিফ ট্রেন পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আপাতত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে। 

সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রিলিফ ট্রেন দুটি স্ব স্ব স্থান থেকে রওনা দিয়েছে। 

এদিকে ট্রেন দুর্ঘটনার কারণে যশোর শহর থেকে বেনাপোলে যাওয়ার সড়কটিও অবরুদ্ধ হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ওই রুটটি ব্যবহারকারীদের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নেপালে জেন-জিদের পার্লামেন্ট দখল, রক্তক্ষয়ী সংঘর্ষ

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তার

ভারতে শেখ হাসিনার পরিণতি নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত সংস্থাকে যা বলেছেন বদরুদ্দীন উমর

প্রাথমিকে ছুটি কমিয়ে আনা হবে: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত