দেওয়ানগঞ্জ (জামালপুর) ও শেরপুর প্রতিনিধি
‘সাইকো’ সিনেমার প্রচারণায় শেরপুর ও দেওয়ানগঞ্জ পরিদর্শন করেছেন নায়িকা পূজা চেরি। শুক্রবার এই দুই জেলায় হল পরিদর্শনে যা চিত্র নায়িকা পূজা চেরি। এ সময় গরমের মধ্যেও সিনেমা হলে এসে তাঁর অভিনীত সিনেমা ‘সাইকো’ দেখার জন্য দর্শকদের ধন্যবাদ জানান। পূজা চেরি দর্শক ও ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন। এ সময় নায়িকা পূজা চেরির সঙ্গে ছিলেন চিত্র নায়ক রোশান ও পরিচালক অনন্য মামুন।
দেওয়ানগঞ্জ পৌর শহরের ভাই–ভাই সিনেমা হল পরিদর্শন শেষে পরিচালক অনন্য মামুন বলেন, ‘দেওয়ানগঞ্জে এসে আমি আনন্দিত। বাংলা সিনেমার এই কঠিন সময়ে দর্শক পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। আমি এখানে এসে অনেক আনন্দিত হয়েছি। দর্শক এই তীব্র গরমে এত ভালোভাবে গ্রহণ করেছে সাইকো সিনেমাটিকে।’
এদিকে, ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সাইকো’ সিনেমার প্রচারণায় শেরপুরে হলে বসে দর্শকদের সঙ্গে ছবি দেখেন নায়ক রোশান, নায়িকা পূজা চেরি ও পরিচালক অনন্য মামুনসহ অন্যান্য কলাকুশলীরা। শুক্রবার বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ রূপকথা সিনেমা হলে আসেন তাঁরা। এ সময় ছবির দর্শকদের সঙ্গে ভক্তদের আবদার মেটাতে ছবি তোলেন তাঁরা।
রোশান বলেন, ‘একটা সময় হল ছাড়া সিনেমা দেখার কোনো সুযোগ ছিল না। এখন অ্যান্ড্রয়েড ফোন, টেলিভিশনসহ নানা মাধ্যমে দর্শক ছবি দেখতে পারছে। আগে ছবি হলেই দর্শক হলে হুমড়ি খেয়ে পড়তেন। এখন পরিবেশ পরিবর্তন হয়েছে। দর্শক ভালো পরিবেশ ভালো গল্পের ছবি দেখতে চান। সাইকো সিনেমাটি দেশের সব ধরনের দর্শকদের কথা বিবেচনায় রেখেই বানানো হয়েছে। এর ফলাফলও বেশ ভালোই পাওয়া যাচ্ছে।’
নায়িকা পূজা চেরি বলেন, ‘মানুষের রুচিবোধে পরিবর্তন এসেছে। দর্শকেরা এখন ভালো কনটেন্ট দেখতে চান। যা সাইকোর মধ্যে তারা পাবেন। দর্শকদের কাছ থেকে শতভাগ ইতিবাচক সাড়া পেয়েছি। আমার আগের দুটি ছবির মতো এ ছবিটিও দর্শক গ্রহণ করায় আমি বেশ আনন্দিত।’
উল্লেখ্য, অনন্য মামুনের পরিচালনায় ‘সাইকো’ সিনেমাটি এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রোশান ও পূজা চেরি। রোশান-পূজা ছাড়াও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ। সাইকো সিনেমাটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রডাকশন। বাংলাদেশ ও নেপালে ছবিটির শুটিং করা হয়েছে।
‘সাইকো’ সিনেমার প্রচারণায় শেরপুর ও দেওয়ানগঞ্জ পরিদর্শন করেছেন নায়িকা পূজা চেরি। শুক্রবার এই দুই জেলায় হল পরিদর্শনে যা চিত্র নায়িকা পূজা চেরি। এ সময় গরমের মধ্যেও সিনেমা হলে এসে তাঁর অভিনীত সিনেমা ‘সাইকো’ দেখার জন্য দর্শকদের ধন্যবাদ জানান। পূজা চেরি দর্শক ও ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন। এ সময় নায়িকা পূজা চেরির সঙ্গে ছিলেন চিত্র নায়ক রোশান ও পরিচালক অনন্য মামুন।
দেওয়ানগঞ্জ পৌর শহরের ভাই–ভাই সিনেমা হল পরিদর্শন শেষে পরিচালক অনন্য মামুন বলেন, ‘দেওয়ানগঞ্জে এসে আমি আনন্দিত। বাংলা সিনেমার এই কঠিন সময়ে দর্শক পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। আমি এখানে এসে অনেক আনন্দিত হয়েছি। দর্শক এই তীব্র গরমে এত ভালোভাবে গ্রহণ করেছে সাইকো সিনেমাটিকে।’
এদিকে, ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সাইকো’ সিনেমার প্রচারণায় শেরপুরে হলে বসে দর্শকদের সঙ্গে ছবি দেখেন নায়ক রোশান, নায়িকা পূজা চেরি ও পরিচালক অনন্য মামুনসহ অন্যান্য কলাকুশলীরা। শুক্রবার বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ রূপকথা সিনেমা হলে আসেন তাঁরা। এ সময় ছবির দর্শকদের সঙ্গে ভক্তদের আবদার মেটাতে ছবি তোলেন তাঁরা।
রোশান বলেন, ‘একটা সময় হল ছাড়া সিনেমা দেখার কোনো সুযোগ ছিল না। এখন অ্যান্ড্রয়েড ফোন, টেলিভিশনসহ নানা মাধ্যমে দর্শক ছবি দেখতে পারছে। আগে ছবি হলেই দর্শক হলে হুমড়ি খেয়ে পড়তেন। এখন পরিবেশ পরিবর্তন হয়েছে। দর্শক ভালো পরিবেশ ভালো গল্পের ছবি দেখতে চান। সাইকো সিনেমাটি দেশের সব ধরনের দর্শকদের কথা বিবেচনায় রেখেই বানানো হয়েছে। এর ফলাফলও বেশ ভালোই পাওয়া যাচ্ছে।’
নায়িকা পূজা চেরি বলেন, ‘মানুষের রুচিবোধে পরিবর্তন এসেছে। দর্শকেরা এখন ভালো কনটেন্ট দেখতে চান। যা সাইকোর মধ্যে তারা পাবেন। দর্শকদের কাছ থেকে শতভাগ ইতিবাচক সাড়া পেয়েছি। আমার আগের দুটি ছবির মতো এ ছবিটিও দর্শক গ্রহণ করায় আমি বেশ আনন্দিত।’
উল্লেখ্য, অনন্য মামুনের পরিচালনায় ‘সাইকো’ সিনেমাটি এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রোশান ও পূজা চেরি। রোশান-পূজা ছাড়াও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ। সাইকো সিনেমাটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রডাকশন। বাংলাদেশ ও নেপালে ছবিটির শুটিং করা হয়েছে।
ইশতেহার পাঠ করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। এ সময় উপস্থিত ছিলেন প্যানেলের যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) প্রার্থী মো. সাজ্জাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) প্রার্থী আনজুমান আরা ইকরাসহ অন্য প্রার্থীরা।
৭ মিনিট আগেজামালপুরের মেলান্দহ উপজেলায় চোর অভিযোগে গণপিটুনিতে রিপন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রেহায় পলাশতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন ওই গ্রামের মোজাম্মেল মিস্ত্রীর ছেলে।
২৭ মিনিট আগেচট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেরাজধানীর বারিধারা থেকে অননুমোদিত সিসা বার পরিচালনার অভিযোগে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা-পুলিশ। আজ শনিবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনুমোদন ছাড়া সিসা বার পরিচালিত হচ্ছিল।
৩৭ মিনিট আগে