ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে দিনের বেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য (মেম্বার) ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম মোস্তাফিজুর রহমান ওরফে মজা। তিনি উপজেলার চিনাডুলী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার। তাঁর বাড়ি ইউনিয়নের বামনা গ্রামে।
গতকাল মঙ্গলবার (২৪ জুন) বিকেল পৌনে ৫টার দিকে ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া বাজারে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় মোস্তাফিজুর রহমানের অভিযোগ, তাঁকে মারধর করে প্যান্টের পকেট ছিঁড়ে ৮৩ হাজার টাকা নিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
এ ঘটনার পর ওই দিন বিকেলেই পৌর শহরের পলবান্ধা ভাটিপাড়া গ্রামের আক্কেল আলী আনিছ (৪০) এবং একই এলাকার মৃত আক্কেল আলীর ছেলে জাবেদকে (৩৪) আসামি করে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এ ছাড়া আরও অজ্ঞাত তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্মকুড়া বাজারে ৭৫ মণ ধান বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি ফিরছিলেন মোস্তাফিজুর। পৌর শহরের গাঁওকুড়া এলাকায় করিম ঢালী রাইস মিলের উত্তর পাশে সড়কে দেশীয় অস্ত্রে ভয়ভীতি দেখিয়ে তাঁর গতি রোধ করে কয়েকজন ছিনতাইকারী। তিনি মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা তাঁকে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় তাঁর প্যান্টের পকেটে রাখা ৮৩ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। যাওয়ার সময় ছিনতাইকারীরা হুমকিও দেয় যে, ভবিষ্যতে এ বিষয়ে বাড়াবাড়ি করলে তাঁকে খুন-জখম করা হবে। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি ধর্মকুড়া বাজারে ৭৫ মণ ধান বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। গতি রোধ করে আমাকে মারধর করে প্যান্টের পকেট ছিঁড়ে ৮৩ হাজার টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়েছে। ছিনতাইকারীদের মধ্যে একজনকে চিনতে পেরেছি। এ বিষয়ে সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
ঘটনাস্থলে গেলে ধর্মকুড়া বাজারে আসা প্রত্যক্ষদর্শী পৌর শহরের বাসিন্দা সাহেব মিয়া বলেন, ‘ছিনতাইকারীরা দিবালোকে মোটরসাইকেল থামিয়ে সাবেক ইউপি মেম্বার মজার কাছ থেকে ৮৩ হাজার টাকা ছিনতাই করেছে। ছিনতাইকারীরা স্থানীয় বাসিন্দা।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর পড়ুন:
জামালপুরের ইসলামপুরে দিনের বেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য (মেম্বার) ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম মোস্তাফিজুর রহমান ওরফে মজা। তিনি উপজেলার চিনাডুলী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার। তাঁর বাড়ি ইউনিয়নের বামনা গ্রামে।
গতকাল মঙ্গলবার (২৪ জুন) বিকেল পৌনে ৫টার দিকে ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া বাজারে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় মোস্তাফিজুর রহমানের অভিযোগ, তাঁকে মারধর করে প্যান্টের পকেট ছিঁড়ে ৮৩ হাজার টাকা নিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
এ ঘটনার পর ওই দিন বিকেলেই পৌর শহরের পলবান্ধা ভাটিপাড়া গ্রামের আক্কেল আলী আনিছ (৪০) এবং একই এলাকার মৃত আক্কেল আলীর ছেলে জাবেদকে (৩৪) আসামি করে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এ ছাড়া আরও অজ্ঞাত তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্মকুড়া বাজারে ৭৫ মণ ধান বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি ফিরছিলেন মোস্তাফিজুর। পৌর শহরের গাঁওকুড়া এলাকায় করিম ঢালী রাইস মিলের উত্তর পাশে সড়কে দেশীয় অস্ত্রে ভয়ভীতি দেখিয়ে তাঁর গতি রোধ করে কয়েকজন ছিনতাইকারী। তিনি মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা তাঁকে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় তাঁর প্যান্টের পকেটে রাখা ৮৩ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। যাওয়ার সময় ছিনতাইকারীরা হুমকিও দেয় যে, ভবিষ্যতে এ বিষয়ে বাড়াবাড়ি করলে তাঁকে খুন-জখম করা হবে। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি ধর্মকুড়া বাজারে ৭৫ মণ ধান বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। গতি রোধ করে আমাকে মারধর করে প্যান্টের পকেট ছিঁড়ে ৮৩ হাজার টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়েছে। ছিনতাইকারীদের মধ্যে একজনকে চিনতে পেরেছি। এ বিষয়ে সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
ঘটনাস্থলে গেলে ধর্মকুড়া বাজারে আসা প্রত্যক্ষদর্শী পৌর শহরের বাসিন্দা সাহেব মিয়া বলেন, ‘ছিনতাইকারীরা দিবালোকে মোটরসাইকেল থামিয়ে সাবেক ইউপি মেম্বার মজার কাছ থেকে ৮৩ হাজার টাকা ছিনতাই করেছে। ছিনতাইকারীরা স্থানীয় বাসিন্দা।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর পড়ুন:
রাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৩৭ মিনিট আগেচাঁদপুর পৌর কবরস্থানে দাফনের জন্য জীবিত নবজাতক রেখে যাওয়া এবং পরে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন শহরের তালতলায় দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫)। এই ঘটনায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে ভর্তি থাকা রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্য স্থানে সেবার ব্যবস্থা করার
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অপহরণের শিকার নারীকে উদ্ধার করতে গিয়ে অস্ত্র-গুলিসহ রমজান আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের শিকার নারীকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিবনগর এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুর বাড়ির মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে