জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোনো এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়ার হুমকির ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদেরকে আজ শনিবার বেলা ১টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
দুজনকে গ্রেপ্তারের ঘটনায় আজ বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুজাত আলী কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান ও পিংনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন জয়। সাইদুল হাসান সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক। আর মোতাহার হোসেন জয় উপজেলা আওয়ামী লীগের সদস্য।
সংবাদ সম্মেলনে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী হয়েছেন মো. রফিকুল ইসলাম। তাঁর উপস্থিতিতে গ্রেপ্তার আওয়ামী লীগের নেতারা পিংনা ইউনিয়ন পরিষদের সামনে সম্প্রতি একটি সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাঁরা দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোনো এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়ার হুমকি, হাত ভেঙে যমুনা নদীতে নিক্ষেপ করাসহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন।
হুমকি দেওয়া বক্তব্যের একটি ভিডিও ক্লিপ নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের নজরে আসে। যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ এবং উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩-এর বিভিন্ন বিধান অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। পরবর্তীতে এ বিষয়ে প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হুমকিদাতা দুজনের বিরুদ্ধে গতকাল শুক্রবার সরিষাবাড়ী থানায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বাদী হয়ে সরিষাবাড়ি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের পর হুমকিদাতা দুজনকে আজ শনিবার দুপুরে জেলা নির্বাচন অফিসের সামনে থেকে পুলিশ গ্রেপ্তার করে।
এদিকে আনারস প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রতিবেদন আকারে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।
৮ মে সরিষাবাড়ি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোনো এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়ার হুমকির ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদেরকে আজ শনিবার বেলা ১টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
দুজনকে গ্রেপ্তারের ঘটনায় আজ বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুজাত আলী কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান ও পিংনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন জয়। সাইদুল হাসান সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক। আর মোতাহার হোসেন জয় উপজেলা আওয়ামী লীগের সদস্য।
সংবাদ সম্মেলনে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী হয়েছেন মো. রফিকুল ইসলাম। তাঁর উপস্থিতিতে গ্রেপ্তার আওয়ামী লীগের নেতারা পিংনা ইউনিয়ন পরিষদের সামনে সম্প্রতি একটি সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাঁরা দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোনো এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়ার হুমকি, হাত ভেঙে যমুনা নদীতে নিক্ষেপ করাসহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন।
হুমকি দেওয়া বক্তব্যের একটি ভিডিও ক্লিপ নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের নজরে আসে। যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ এবং উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩-এর বিভিন্ন বিধান অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। পরবর্তীতে এ বিষয়ে প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হুমকিদাতা দুজনের বিরুদ্ধে গতকাল শুক্রবার সরিষাবাড়ী থানায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বাদী হয়ে সরিষাবাড়ি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের পর হুমকিদাতা দুজনকে আজ শনিবার দুপুরে জেলা নির্বাচন অফিসের সামনে থেকে পুলিশ গ্রেপ্তার করে।
এদিকে আনারস প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রতিবেদন আকারে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।
৮ মে সরিষাবাড়ি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দেশের দ্বিতীয় স্থলবন্দর হিসেবে পরিচিত হিলি। এই বন্দর এলাকায় অবস্থিত হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্থলবন্দর ও উপজেলার লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা স্বাস্থ্য কমপ্লেক্সটি। তবে নানা কারণে বরাবরই মুখ থুবড়ে পড়ে আছে এটি। উন্নতমানের অপারেশন থিয়েটার থাকলেও চিকিৎসকের সংকটে আজও চালু হয়নি
৪ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অবশেষে ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্যানেল ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী আন্দোলনের চবির তিন আলোচিত সমন্বয়ক।
৮ ঘণ্টা আগেআমনের ভরা মৌসুমে কুড়িগ্রামের কয়েকটি স্থানে সারসংকটের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছেন তাঁরা। এতে করে আমন খেতসহ রবিশস্যের আগাম আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
৮ ঘণ্টা আগেভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
৮ ঘণ্টা আগে