জামালপুর প্রতিনিধি
জামালপুরে পাঁচ আসনের মধ্যে তিনটিতেই পরিবর্তন এনেছেন আওয়ামী লীগ। আজ রোববার বিকেল ৪টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি দলীয় প্রার্থী ঘোষণা করেন।
দলের প্রার্থিতা ঘোষণা শোনতে আজ সকাল থেকেই দলীয় নেতা-কর্মীসহ উৎসুক মানুষের চোখ ছিল টিভির পর্দায়। একের পর এক প্রার্থী ঘোষণার পর জামালপুরের পাঁচটি আসনেই ঘোষণা করেন দলীয় প্রার্থীর নাম।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের পাঁচবারের সংসদ সদস্য সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদকে পরিবর্তন করে নতুন প্রার্থী ঘোষণা করেছেন নূর মোহাম্মদকে। নূর মোহাম্মদ বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। ২০০৮ সালে তিনি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চাইলে তাঁকে দেওয়া হয়নি। পরে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
জামালপুর-২ (ইসলামপুর) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন চারবাবের সাবেক সংসদ সদস্য ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ছয়বারের সংসদ সদস্য সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) থেকে মনোনয়ন পেয়েছেন প্রকৌশলী মাহাবুবুর রহমান হেলাল। সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে বাদ দেওয়া হয়েছে এই আসনে।
জামালপুর-৫ (সদর) আসনেও পরিবর্তন করা হয়েছে। ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনকে বাদ দিয়ে আসনটিতে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে প্রার্থী দেওয়া হয়েছে।
জামালপুরে পাঁচ আসনের মধ্যে তিনটিতেই পরিবর্তন এনেছেন আওয়ামী লীগ। আজ রোববার বিকেল ৪টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি দলীয় প্রার্থী ঘোষণা করেন।
দলের প্রার্থিতা ঘোষণা শোনতে আজ সকাল থেকেই দলীয় নেতা-কর্মীসহ উৎসুক মানুষের চোখ ছিল টিভির পর্দায়। একের পর এক প্রার্থী ঘোষণার পর জামালপুরের পাঁচটি আসনেই ঘোষণা করেন দলীয় প্রার্থীর নাম।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের পাঁচবারের সংসদ সদস্য সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদকে পরিবর্তন করে নতুন প্রার্থী ঘোষণা করেছেন নূর মোহাম্মদকে। নূর মোহাম্মদ বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। ২০০৮ সালে তিনি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চাইলে তাঁকে দেওয়া হয়নি। পরে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
জামালপুর-২ (ইসলামপুর) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন চারবাবের সাবেক সংসদ সদস্য ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ছয়বারের সংসদ সদস্য সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) থেকে মনোনয়ন পেয়েছেন প্রকৌশলী মাহাবুবুর রহমান হেলাল। সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে বাদ দেওয়া হয়েছে এই আসনে।
জামালপুর-৫ (সদর) আসনেও পরিবর্তন করা হয়েছে। ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনকে বাদ দিয়ে আসনটিতে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে প্রার্থী দেওয়া হয়েছে।
সংসারের সচ্ছলতা আনতে ছয় মাস আগে ইতালির যাওয়ার স্বপ্নে বাড়ি ছাড়েন মাদারীপুরের যুবক জীবন ঢালী। কিন্তু ২২ বছর বয়সী এই যুবকের স্বপ্ন আর পূরণ হয়নি। লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি।
২৫ মিনিট আগেময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আয়োজনে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় আইন ভঙ্গ করে সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টার ফাইনালের ‘মঞ্চ পরিবেশনা’ কোর্সের পরীক্ষা নির্ধারিত তারিখের আগেই অনুষ্ঠিত হওয়ায় গুরুতর অনিয়ম হয়েছে বলে জানা
২৯ মিনিট আগেডিঙি নৌকাটির কোনো মাঝি নেই। দু’পাশে বাঁধা শেকলের সঙ্গে ঝুলছে লম্বা দড়ি। এই দড়ি টেনেই প্রতিদিন শিব নদী পার হতে হয় গ্রামবাসীকে। প্রায় ১০০ গজ প্রশস্ত এই নদীই আবার গ্রামের শিশু শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার প্রধান পথ। দিনভর কয়েকশ মানুষ ছাড়াও শতাধিক শিক্ষার্থী এভাবেই পারাপার হয়।
৩১ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে জড়োকালে উপকূলীয় এলাকার গহিন পাহাড়ের আস্তানায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর সংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্ধারদের মধ্যে কেউ অপহরণ শিকার; আবার কেউ কেউ মালয়েশিয়া যাওয়ার উদ্দ্যেশে এসে সংঘবদ্ধ দালাল চক্রের হাতে
৩৪ মিনিট আগে