হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক দিনমজুরকে খুনের মামলায় চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক এ কে এম কামাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হলেন উপজেলার বারচান্দুরা গ্রামের এমরান মিয়া, সোলেমান, জাহেদ মিয়া ও মুরাদপুর গ্রামের আবুল। তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার সময় সবাই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। মামলার অপর আসামি মারাজ মিয়া মারা যাওয়ায় অব্যাহতি পেয়েছেন।
নিহত দিনমজুরের নাম ছাবু মিয়া। তিনি বারচান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে।
আদালতের পেশকার তপন সিংহ জানান, ছাবুর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ২০০৯ সালের ১৩ এপ্রিল তাঁকে হত্যা করে গ্রামের একটি জঙ্গলে লাশ ফেলে রাখেন আসামিরা। এ ঘটনায় ছাবুর ভাই হাফিজ মিয়া মামলা করেন। মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর তদন্ত শেষে ওই বছরের ২১ মে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
রায় ঘোষণার সময় মামলার বাদী হাফিজসহ নিহত ব্যক্তির স্বজনেরা উপস্থিত ছিলেন। হাফিজ জানান, তাঁরা ১৬ বছর অতি কষ্টে মামলা পরিচালনা করেছেন। আদালতের রায়ে তিনি সন্তুষ্ট।
মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) সামছু মিয়া চৌধুরী বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তিনি দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফারুক মহালদার জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।
হবিগঞ্জের মাধবপুরে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক দিনমজুরকে খুনের মামলায় চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক এ কে এম কামাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হলেন উপজেলার বারচান্দুরা গ্রামের এমরান মিয়া, সোলেমান, জাহেদ মিয়া ও মুরাদপুর গ্রামের আবুল। তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার সময় সবাই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। মামলার অপর আসামি মারাজ মিয়া মারা যাওয়ায় অব্যাহতি পেয়েছেন।
নিহত দিনমজুরের নাম ছাবু মিয়া। তিনি বারচান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে।
আদালতের পেশকার তপন সিংহ জানান, ছাবুর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ২০০৯ সালের ১৩ এপ্রিল তাঁকে হত্যা করে গ্রামের একটি জঙ্গলে লাশ ফেলে রাখেন আসামিরা। এ ঘটনায় ছাবুর ভাই হাফিজ মিয়া মামলা করেন। মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর তদন্ত শেষে ওই বছরের ২১ মে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
রায় ঘোষণার সময় মামলার বাদী হাফিজসহ নিহত ব্যক্তির স্বজনেরা উপস্থিত ছিলেন। হাফিজ জানান, তাঁরা ১৬ বছর অতি কষ্টে মামলা পরিচালনা করেছেন। আদালতের রায়ে তিনি সন্তুষ্ট।
মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) সামছু মিয়া চৌধুরী বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তিনি দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফারুক মহালদার জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।
খুলনা মহানগরীর কেডি ঘোষ রোডে জেলা রেজিস্ট্রি অফিসের সামনে অনিক (২১) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় ওই যুবককে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৪ মিনিট আগেতথ্য না দিয়ে উল্টো সাংবাদিকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের অষ্টগ্রামে আনসার–ভিডিপির প্রশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই প্রশিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা।
৪ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও ছিলেন।
১ ঘণ্টা আগেসাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে