সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, দুর্নীতি, পরিষদের সদস্যদের ক্ষমতা খর্ব করে ইউনিয়ন পরিষদকে নিজের স্বেচ্ছাচারিতার আশ্রয়স্থলে পরিণত করার অভিযোগে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল ২১ অক্টোবর সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার উপসচিব ড. মাসুরা বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৬ নম্বর বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, ইউনিয়ন পরিষদের সদস্যদের ক্ষমতা খর্ব করে পরিষদকে নিজের স্বেচ্ছাচারিতার আশ্রয়স্থল তৈরি এবং ক্ষমতার অপব্যবহার, পরিষদের সদস্যদের হুমকি প্রদান, নিয়মিত মাসিক সভা ও ওয়ার্ড সভা না করা, পরিষদের বাৎসরিক হিসাব প্রদান না করা, টিসিবির পণ্য বিতরণে কারচুপি, ইউনিয়ন পরিষদের দৈনন্দিন আয়ের হিসাবে ভুয়া ভাউচার দেখিয়ে আত্মসাৎ, পরিষদের সাবেক ও বর্তমান সদস্যদের সম্মানী ভাতা পরিশোধ না করার অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য অনাস্থা প্রস্তাব দেন। স্থানীয় সরকার বিভাগ সরেজমিনে তদন্ত করে অভিযোগগুলোর সত্যতা পায়। অনাস্থা প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার বিভাগের প্রমাণ পায়। তাই স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৩৯(১৩) ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের পদটি একই আইনের ৩৫(১)(চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হলো।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ৫২(২) ধারা মোতাবেক আদেশ বাস্তবায়ন করা হবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদ ইউপি-১ শাখার উপসচিব ড. মাসুরা বেগম প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপতির আদেশক্রমে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, দুর্নীতি, পরিষদের সদস্যদের ক্ষমতা খর্ব করে ইউনিয়ন পরিষদকে নিজের স্বেচ্ছাচারিতার আশ্রয়স্থলে পরিণত করার অভিযোগে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল ২১ অক্টোবর সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার উপসচিব ড. মাসুরা বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৬ নম্বর বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, ইউনিয়ন পরিষদের সদস্যদের ক্ষমতা খর্ব করে পরিষদকে নিজের স্বেচ্ছাচারিতার আশ্রয়স্থল তৈরি এবং ক্ষমতার অপব্যবহার, পরিষদের সদস্যদের হুমকি প্রদান, নিয়মিত মাসিক সভা ও ওয়ার্ড সভা না করা, পরিষদের বাৎসরিক হিসাব প্রদান না করা, টিসিবির পণ্য বিতরণে কারচুপি, ইউনিয়ন পরিষদের দৈনন্দিন আয়ের হিসাবে ভুয়া ভাউচার দেখিয়ে আত্মসাৎ, পরিষদের সাবেক ও বর্তমান সদস্যদের সম্মানী ভাতা পরিশোধ না করার অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য অনাস্থা প্রস্তাব দেন। স্থানীয় সরকার বিভাগ সরেজমিনে তদন্ত করে অভিযোগগুলোর সত্যতা পায়। অনাস্থা প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার বিভাগের প্রমাণ পায়। তাই স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৩৯(১৩) ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের পদটি একই আইনের ৩৫(১)(চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হলো।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ৫২(২) ধারা মোতাবেক আদেশ বাস্তবায়ন করা হবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদ ইউপি-১ শাখার উপসচিব ড. মাসুরা বেগম প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপতির আদেশক্রমে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর এলাকায় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেনওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৪ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৭ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
১০ ঘণ্টা আগে