Ajker Patrika

কালিয়াকৈরে দিনদুপুরে প্রবাসীর ১৪ লাখ টাকা ছিনতাই

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে দিনদুপুরে প্রবাসীকে আটকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আজ বুধবার দুপুরে কালিয়াকৈর-ধামরাই সড়কের উপজেলার সাহেববাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী জাকির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

ছিনতাইকারীর কবলে পড়া জাকির টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মাইটা খোলা চিতেস্বরি গ্রামের মমির উদ্দিনের ছেলে।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর বাজার এলাকায় বুধবার দুপুরে ডাচ্‌-বাংলা ব্যাংকের নিজ অ্যাকাউন্ট থেকে ১৪ লাখ টাকা তোলেন প্রবাসী জাকির হোসেন। পরে তিনি অটোরিকশাযোগে পাশের ব্র‍্যাক এনজিও অফিসে যাচ্ছিলেন। যাওয়ার পথে কালিয়াকৈর-ধামরাই সড়কের সাহেববাজার এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কার দিয়ে তাঁর গতি রোধ করে ছিনতাইকারীরা। পরে ওই প্রাইভেট কারে থাকা ৩-৪ জন ছিনতাইকারী অটোরিকশার যাত্রী প্রবাসীর কাছে থাকা ১৪ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। প্রবাসীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই প্রাইভেট কারে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।

কালিয়াকৈর থানার ওসি যোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকার সিসি টিভির ভিডিও ফুটেজ সংরক্ষণ করা হচ্ছে। অতি তাড়াতাড়ি আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার ও টাকা উদ্ধার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

জুলাই সনদ কার্যকরে সংবিধান আদেশ জারি ও বৈধতায় গণভোটের সুপারিশ আইন বিশেষজ্ঞদের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত