গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার নিজেকে গাজীপুর-১ আসনে বিএনপির সবচেয়ে বড় নেতা দাবি করেছেন। তিনি বলেছেন, ‘আমার চেয়ে বড় নেতা কালিয়াকৈরসহ এই আসনে আর কে আছে, আমি তো দেখি না। আমিই এই আসনের সবচেয়ে বড় বিএনপির নেতা।’
আজ শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর শিববাড়ী মোড়ে একটি চায়নিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় লিখিত বক্তব্যে শওকত হোসেন বলেন, ‘বর্তমান বাংলাদেশে মানুষের ভোটের অধিকার নেই, মৌলিক মানবিক অধিকারগুলো আজ ভূলুণ্ঠিত। মতপ্রকাশের স্বাধীনতা বহু আগেই কেড়ে নেওয়া হয়েছে। খালেদা জিয়া, তারেক রহমান, ড. ইউনূসসহ বহু মানুষ আজ বিচারিক হয়রানির শিকার হচ্ছেন। অনেকে জেলখানায় বিনা চিকিৎসায় কিংবা অপচিকিৎসায় মারা যাচ্ছেন। এর বাইরে গুম-খুন, হামলা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন কিংবা সংসদীয় আসনে দল আমাকে যেখানে মনোনয়ন দেবে আমি সেখানেই নির্বাচন করব। আমি নির্বাচনমুখী নেতা। এ ক্ষেত্রে দল আমাকে নিরাশ করবে না।’
গত ১১ জুন মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের পর ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও তিন মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি কেন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ১৫-২০ দিনের মধ্যে গাজীপুর মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ সময় তিনি সরকারের বিরুদ্ধে চলমান এক দফা আন্দোলন এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় গাজীপুর জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. আব্দুস সালাম শামীম, সাবেক গণমাধ্যমবিষয়ক সম্পাদক দোলোয়ার হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা প্রমুখ।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার নিজেকে গাজীপুর-১ আসনে বিএনপির সবচেয়ে বড় নেতা দাবি করেছেন। তিনি বলেছেন, ‘আমার চেয়ে বড় নেতা কালিয়াকৈরসহ এই আসনে আর কে আছে, আমি তো দেখি না। আমিই এই আসনের সবচেয়ে বড় বিএনপির নেতা।’
আজ শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর শিববাড়ী মোড়ে একটি চায়নিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় লিখিত বক্তব্যে শওকত হোসেন বলেন, ‘বর্তমান বাংলাদেশে মানুষের ভোটের অধিকার নেই, মৌলিক মানবিক অধিকারগুলো আজ ভূলুণ্ঠিত। মতপ্রকাশের স্বাধীনতা বহু আগেই কেড়ে নেওয়া হয়েছে। খালেদা জিয়া, তারেক রহমান, ড. ইউনূসসহ বহু মানুষ আজ বিচারিক হয়রানির শিকার হচ্ছেন। অনেকে জেলখানায় বিনা চিকিৎসায় কিংবা অপচিকিৎসায় মারা যাচ্ছেন। এর বাইরে গুম-খুন, হামলা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন কিংবা সংসদীয় আসনে দল আমাকে যেখানে মনোনয়ন দেবে আমি সেখানেই নির্বাচন করব। আমি নির্বাচনমুখী নেতা। এ ক্ষেত্রে দল আমাকে নিরাশ করবে না।’
গত ১১ জুন মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের পর ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও তিন মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি কেন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ১৫-২০ দিনের মধ্যে গাজীপুর মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ সময় তিনি সরকারের বিরুদ্ধে চলমান এক দফা আন্দোলন এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় গাজীপুর জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. আব্দুস সালাম শামীম, সাবেক গণমাধ্যমবিষয়ক সম্পাদক দোলোয়ার হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা প্রমুখ।
বৃষ্টির কারণে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯টি উপজেলার ২৯টি সড়কের প্রায় ৪০০ কিলোমিটারের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার খানাখন্দে পানি জমে আছে। এসব পথে যাত্রী ও চালকেরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনাও ঘটছে। চলতি বছরে মে থেকে আগস্ট পর্যন্ত...
২ ঘণ্টা আগেউজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। গতকাল বুধবার প্রায় ৮০০ মিটার দীর্ঘ এই বাঁধের অন্তত ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর-লালমনিরহাট সড়ক।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
৬ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৬ ঘণ্টা আগে