কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর কালিয়াকৈর উপজেলার দিঘীরপাড় এলাকার ডিভাইন ফেব্রিকস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ছুটির দিন থাকায় প্রতিষ্ঠানের ডাইং সেকশন ছাড়া বাকি সব সেকশনের ছুটি ছিল। হঠাৎ বিকেল সোয়া ৪টার দিকে প্রতিষ্ঠানের ভেতরে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। দ্রুত কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
কারখানার শ্রমিক রফিকুল ইসলাম বলেন, ‘নিচ তলায় ডাইং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। দ্বিতীয় তলায় সুইং ফিনিশিং ও তৃতীয় তলায় সুইং সেকশন। প্রতিটি কক্ষেই প্রচুর ফেব্রিকস রয়েছে।’
ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম, ‘আগুন লাগার খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সাভার, মির্জাপুর ও ডিবিএল মোট ৮টি ইউনিট এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি।’
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই কিছু বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
কতজন কারখানায় কাজ করছিল কোনো সেকশন খোলা ছিল কিনা এসব বিষয়ে জানতে ওই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে কাউকে পাওয়া যায়নি।
গাজীপুর কালিয়াকৈর উপজেলার দিঘীরপাড় এলাকার ডিভাইন ফেব্রিকস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ছুটির দিন থাকায় প্রতিষ্ঠানের ডাইং সেকশন ছাড়া বাকি সব সেকশনের ছুটি ছিল। হঠাৎ বিকেল সোয়া ৪টার দিকে প্রতিষ্ঠানের ভেতরে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। দ্রুত কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
কারখানার শ্রমিক রফিকুল ইসলাম বলেন, ‘নিচ তলায় ডাইং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। দ্বিতীয় তলায় সুইং ফিনিশিং ও তৃতীয় তলায় সুইং সেকশন। প্রতিটি কক্ষেই প্রচুর ফেব্রিকস রয়েছে।’
ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম, ‘আগুন লাগার খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সাভার, মির্জাপুর ও ডিবিএল মোট ৮টি ইউনিট এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি।’
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই কিছু বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
কতজন কারখানায় কাজ করছিল কোনো সেকশন খোলা ছিল কিনা এসব বিষয়ে জানতে ওই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে কাউকে পাওয়া যায়নি।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১০ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ছোট ভাইসহ তিনজনকে আটক করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে পূর্ব চাঁদপুর গ্রামের খাসের বাড়িতে এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগেহোমনা বাজারের কাশীনাথ সাহার চা দোকানের সামনের এই রাস্তাটি অত্যন্ত ব্যস্ত। ভাঙা স্ল্যাবের কারণে প্রায়ই হেঁটে চলাচলকারী মানুষ ড্রেনের গর্তে পড়ে আহত হচ্ছেন। শুধু মানুষ নয়, সিএনজি ও অটোরিকশার মতো ছোট যানবাহনও প্রায়ই এই গর্তে আটকে যায়।
২৩ মিনিট আগেগত ৫ আগস্ট জুম্মার নামাজের পর ’ঈমান-আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ওই হামলায় পুলিশসহ প্রায় অর্ধশত মানুষ আহত হন এবং নুরাল পাগলের ভক্ত রাসেল মোল্লা নিহত হন।
৩৫ মিনিট আগে