Ajker Patrika

টঙ্গীতে সোয়েটার কারখানায় আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৬: ০৪
টঙ্গীতে সোয়েটার কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি সোয়েটার কারখানায় আগুন লেগেছে। আজ রোববার বেলা ১১টার দিকে টঙ্গীর সাতাইশ এলাকার মম ফ্যাশন লিমিটেড নামক কারখানায় আগুন লাগার এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কারখানার শ্রমিকেরা জানান, আজ সকালে ওই কারখানায় আগুন লাগে। খবর দেওয়া হলে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আধা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনের ঘটনায় মম ফ্যাশন লিমিটেড কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। তবে আগুন নেভাতে গিয়ে কারখানার একজন শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছেন কারখানার কর্মকর্তারা।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউসের পরিদর্শক জান্নাতুন নাঈম আজকের পত্রিকাকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে যায়। রাস্তায় যানজট থাকায় আমাদের পৌঁছাতে কিছুটা সময় লাগে। কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনেন শ্রমিকেরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের সঙ্গে যোগ দেন। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব নয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার কারণ চিহ্নিত করতে কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ