গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি, হামলা ও মারপিটের ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাঘের বাজার সাফারি পার্ক সড়কের একটি অটোরিকশা স্ট্যান্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই হুমকি, গালাগাল ও হামলার শিকার হচ্ছিলেন চালকেরা।
গত ১১ জুলাই বিকেল চারটার দিকে চাঁদা আদায়ের সময় বাধা দিলে চালক দেলোয়ার হোসেন (৪৫), রাফিদ মিয়া (১৬) ও রাকিব সরকারকে (২৩) দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত হন রাফিদ। দেলোয়ার হোসেনকে মারধরের পর তাঁর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং জোরপূর্বক ইসলাম উদ্দিনের চালের গুদামে আটকে রাখা হয়।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ারকে উদ্ধার করে এবং আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় দেলোয়ার হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা করেন। এজাহারে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছেন।
মামলার অন্য আসামিরা হলেন: সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে মিয়ার উদ্দিন (৪৩), আনিছ আলীর ছেলে শাহজাহান (৪৬), মিয়ার উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৫) এবং একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন (৪৫)।
স্থানীয় সূত্রগুলো জানায়, ইসলাম উদ্দিনের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি মামলা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে জমি দখল, প্রতারণা এবং ক্ষমতাসীন দলের কিছু নেতার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও ছড়িয়েছে।
জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, ‘অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি ও মারধরের ঘটনায় মামলা হয়েছে। শহিদুল্লাহকে গ্রেপ্তার করে রোববার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি, হামলা ও মারপিটের ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাঘের বাজার সাফারি পার্ক সড়কের একটি অটোরিকশা স্ট্যান্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই হুমকি, গালাগাল ও হামলার শিকার হচ্ছিলেন চালকেরা।
গত ১১ জুলাই বিকেল চারটার দিকে চাঁদা আদায়ের সময় বাধা দিলে চালক দেলোয়ার হোসেন (৪৫), রাফিদ মিয়া (১৬) ও রাকিব সরকারকে (২৩) দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত হন রাফিদ। দেলোয়ার হোসেনকে মারধরের পর তাঁর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং জোরপূর্বক ইসলাম উদ্দিনের চালের গুদামে আটকে রাখা হয়।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ারকে উদ্ধার করে এবং আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় দেলোয়ার হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা করেন। এজাহারে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছেন।
মামলার অন্য আসামিরা হলেন: সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে মিয়ার উদ্দিন (৪৩), আনিছ আলীর ছেলে শাহজাহান (৪৬), মিয়ার উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৫) এবং একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন (৪৫)।
স্থানীয় সূত্রগুলো জানায়, ইসলাম উদ্দিনের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি মামলা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে জমি দখল, প্রতারণা এবং ক্ষমতাসীন দলের কিছু নেতার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও ছড়িয়েছে।
জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, ‘অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি ও মারধরের ঘটনায় মামলা হয়েছে। শহিদুল্লাহকে গ্রেপ্তার করে রোববার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে যশোর ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার ক্রীড়া সংগঠকেরা। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত যশোর শামসুল হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারির নিচে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
১ মিনিট আগেফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শামসুল আজম।
২৭ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্তে ঘাস কাটতে যাওয়া রবিনাশ নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেসিরাজগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৫৫) নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল
৪৩ মিনিট আগে