শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গার্ডেনিয়া ওয়ার্স লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকেরা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে বরমী-শ্রীপুর আঞ্চলিক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম জনভোগান্তির সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন কারখানার শ্রমিকসহ নানান পেশার মানুষ।
উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের শিমুলতলী এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। শ্রমিকেরা অভিযোগ করেন, ২০ সেপ্টেম্বর বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিলে কারখানা কর্তৃপক্ষ ২৮ সেপ্টেম্বর (সোমবার) বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।
কারখানার শ্রমিক মো. সুমন মিয়া বলেন, ‘আজ বেতন সবার অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে কারখানায় এসে দেখি প্রধান ফটক তালাবদ্ধ। এ জন্য সব শ্রমিক বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছি। মালিক পক্ষ আমাদের সঙ্গে প্রতারণা করছে।’
অপর শ্রমিক হাবিবুর রহমান বলেন, ‘এক মাস বেতন না পেলে সংসার চালাতে হিমশিম খেতে হয়, আর তিন মাস ধরে বেতন বন্ধ! আমাদের মতো শ্রমিকদের সংসার, সন্তানের পড়াশোনা ও চিকিৎসা কী করে চলে? এমনিতেই কেউ সড়কে আসে না। আজ বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।’
বিক্ষোভের মুখে গার্ডেনিয়া ওয়ার্স লিমিটেড কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিন দাবি করেন, বকেয়া বেতন পরিশোধের আজ পূর্বনির্ধারিত তারিখ থাকলেও ব্যাংকের সমস্যার কারণে তা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘বেতন পরিশোধের পর কারখানা খুলে দেওয়া হবে। বকেয়া বেতন পরিশোধের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। এরই মধ্যে শ্রমিকেরা রাস্তায় নেমেছে।’
আঞ্চলিক সড়ক অবরোধের খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, সকালেই শ্রমিকেরা রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তিনি নিজেও শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।
ওসি বলেন, ‘আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।’
গাজীপুরের শ্রীপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গার্ডেনিয়া ওয়ার্স লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকেরা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে বরমী-শ্রীপুর আঞ্চলিক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম জনভোগান্তির সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন কারখানার শ্রমিকসহ নানান পেশার মানুষ।
উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের শিমুলতলী এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। শ্রমিকেরা অভিযোগ করেন, ২০ সেপ্টেম্বর বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিলে কারখানা কর্তৃপক্ষ ২৮ সেপ্টেম্বর (সোমবার) বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।
কারখানার শ্রমিক মো. সুমন মিয়া বলেন, ‘আজ বেতন সবার অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে কারখানায় এসে দেখি প্রধান ফটক তালাবদ্ধ। এ জন্য সব শ্রমিক বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছি। মালিক পক্ষ আমাদের সঙ্গে প্রতারণা করছে।’
অপর শ্রমিক হাবিবুর রহমান বলেন, ‘এক মাস বেতন না পেলে সংসার চালাতে হিমশিম খেতে হয়, আর তিন মাস ধরে বেতন বন্ধ! আমাদের মতো শ্রমিকদের সংসার, সন্তানের পড়াশোনা ও চিকিৎসা কী করে চলে? এমনিতেই কেউ সড়কে আসে না। আজ বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।’
বিক্ষোভের মুখে গার্ডেনিয়া ওয়ার্স লিমিটেড কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিন দাবি করেন, বকেয়া বেতন পরিশোধের আজ পূর্বনির্ধারিত তারিখ থাকলেও ব্যাংকের সমস্যার কারণে তা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘বেতন পরিশোধের পর কারখানা খুলে দেওয়া হবে। বকেয়া বেতন পরিশোধের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। এরই মধ্যে শ্রমিকেরা রাস্তায় নেমেছে।’
আঞ্চলিক সড়ক অবরোধের খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, সকালেই শ্রমিকেরা রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তিনি নিজেও শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।
ওসি বলেন, ‘আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।’
বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার দিক থেকে শরীয়তপুর ফরিদপুরের বিপরীতে অবস্থিত। অপর দিকে রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে ঢাকা বিভাগের সঙ্গেই প্রশাসনিকভাবে থাকতে চায়। ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হলে সাধারণ মানুষকে প্রশাসনিক কর্মকাণ্ডে নানা ভোগান্তির...
১২ মিনিট আগেসাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সংগীতশিল্পী শামীমা পারভীন রত্নাকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে সাতক্ষীরা শহরের পিটিআই মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সুলতানপুর এলাকার বাসিন্দা ও বর্ণমালা একাডেমির পরিচালক।
২৫ মিনিট আগেমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, তানভীরের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। এই ঘটনায় তার মা ইভা ৮ শতাংশ, ভাই তাওহীদ ১৫ শতাংশ পুড়ে যায়।
৩৬ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চাঁদাবাজির অভিযোগে সোহেল ওরফ ফেন্সি সোহেল (৩৮) নামের এক ইউপি সদস্যকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া স্ট্যান্ড বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল মেম্বার উপজেলার বালিয়াপা
১ ঘণ্টা আগে