প্রতিনিধি
গাজীপুর: সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ-বিদেশে ভাইরাল হওয়া কাকলী ফার্নিচারের একাধিক ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ খোলা হয়েছে। বিষয়টি নজরে আসায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম সোহেল রানা। গত রোববার দিবাগত রাত ১১টায় তিনি শ্রীপুর থানায় জিডি করেন।
সোহেল রানা বলেন, ‘দামে কম, মানে ভালো, কাকলী ফার্নিচার’ স্লোগানের বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে কাকলী ফার্নিচারের নামে একাধিক ফেসবুক আইডি ও পেজ এবং গ্রুপ খোলা হয়েছে। এতে গ্রাহকদের প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ক্ষতি করার উদ্দেশ্যেই তারা এমন কাজ করছে।
সোহেল আরও বলেন, কেউ কেউ ভাইরাল মুহূর্তে শখের বসে, সৎ উদ্দেশ্যে পেজ, আইডি খুলতে পারেন। ওই আইডি, পেজ ও গ্রুপগুলো বন্ধ করতে অনুরোধ জানান তিনি।
গ্রাহকদের উদ্দেশে সোহেল বলেন, প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তাঁদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করে তিনি সচেতন হওয়ার অনুরোধ করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, শ্রীপুরের গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান কাকলী ফার্নিচার এরই মধ্যে দেশ–বিদেশে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণে উৎসুক জনতা এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন। আবার এই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার জন্যও করে থাকতে পারেন। সব বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর: সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ-বিদেশে ভাইরাল হওয়া কাকলী ফার্নিচারের একাধিক ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ খোলা হয়েছে। বিষয়টি নজরে আসায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম সোহেল রানা। গত রোববার দিবাগত রাত ১১টায় তিনি শ্রীপুর থানায় জিডি করেন।
সোহেল রানা বলেন, ‘দামে কম, মানে ভালো, কাকলী ফার্নিচার’ স্লোগানের বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে কাকলী ফার্নিচারের নামে একাধিক ফেসবুক আইডি ও পেজ এবং গ্রুপ খোলা হয়েছে। এতে গ্রাহকদের প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ক্ষতি করার উদ্দেশ্যেই তারা এমন কাজ করছে।
সোহেল আরও বলেন, কেউ কেউ ভাইরাল মুহূর্তে শখের বসে, সৎ উদ্দেশ্যে পেজ, আইডি খুলতে পারেন। ওই আইডি, পেজ ও গ্রুপগুলো বন্ধ করতে অনুরোধ জানান তিনি।
গ্রাহকদের উদ্দেশে সোহেল বলেন, প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তাঁদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করে তিনি সচেতন হওয়ার অনুরোধ করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, শ্রীপুরের গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান কাকলী ফার্নিচার এরই মধ্যে দেশ–বিদেশে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণে উৎসুক জনতা এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন। আবার এই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার জন্যও করে থাকতে পারেন। সব বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লম্বা শুভ্র চুল-দাড়ি বিশিষ্ট এক বৃদ্ধকে তিন ব্যক্তি জোর করে চুল কেটে দিচ্ছেন। বৃদ্ধ প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন। না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে বলেন, ‘আল্লাহ, তুই দেহিস।’
১ ঘণ্টা আগেঋণের ফাঁদ থেকে কোনোভাবেই বের হতে পারছিলেন না মিঠুন দাস (২৮)। ওষুধ কোম্পানির প্রতিনিধির চাকরি আর সিসি ক্যামেরা লাগানোর ব্যবসা থেকে যে আয়-রোজগার হচ্ছিল, তার প্রায় সবই চলে যাচ্ছিল শুধু সুদ দিতে।
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে আমগাছে দুই হাত বাঁধা অবস্থায় রফিক শেখ (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন এলাকায় লাশটি উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগেপিআর পদ্ধতির দাবিতে আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচন আয়োজনে কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
১ ঘণ্টা আগে