Ajker Patrika

জয়দেবপুর জংশন থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৯: ১৮
জয়দেবপুর জংশন থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেল জংশন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে জয়দেবপুর জংশনের পশ্চিম পাশের এলাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে ছিলেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির পরনে ছিল আকাশি রঙের জামা ও লুঙ্গি।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, আজ দুপুরে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকা থেকে স্থানীয়রা ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। ময়নাতদন্ত ছাড়া তাঁর মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। তাঁর শরীরে আঘাতের কোনো আলামত পাওয়া যায়নি।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, ‘লোকমুখে শুনেছি, একজন অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে।’

জয়দেবপুর স্টেশন ফাঁড়ির ইনচার্জ রেল পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনা শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত