Ajker Patrika

কাশিমপুর কারাগারে দুই বন্দীর মারামারি, এক বন্দীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
কাশিমপুর কারাগারে দুই বন্দীর মারামারি, এক বন্দীর মৃত্যু

গাজীপুরে কাশিমপুর কারাগারে দুই বন্দীর মারামারিতে হান্নান মিয়া (৪১) নামে এক বন্দী মারা গেছেন। 

আজ বুধবার বেলা পৌনে ৩টার দিকে মুমূর্ষু অবস্থায় কারারক্ষীরা ওই বন্দীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কাশিমপুর কারাগারের কারারক্ষী মো. আব্দুর রহিম জানান, সকাল ৯টার দিকে কাশিমপুর কারাগারের মানসিক ওয়ার্ডে দুই বন্দী মারামারিতে জড়ান। এতে হান্নান মিয়া মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজ উদ্দিন মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। 

তিনি আরও জানান, হান্নান কয়েদি হিসেবে বন্দী ছিল। তার কয়েদি নম্বর ৪০৫০ /এ। তবে তার মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাশিমপুর কারাগার থেকে মুমূর্ষু অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই বন্দীর মাথায় আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের হাতে ইসরায়েলের ‘কয়েক লাখ পৃষ্ঠার’ গোপন নথি, পারমাণবিক স্থাপনার ছবি প্রকাশ

আ.লীগের অপরাধীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

ভারত–চীন সীমান্তের শীতল লাদাখ জেন–জি আন্দোলনে অগ্নিগর্ভ কেন

ভারতের কাছে হারের পর বাংলাদেশকে ধুয়ে দিলেন রুবেল

চীনা নেতৃত্বাধীন বৃহত্তম বাণিজ্য জোট আরসিইপিতে যোগ দিতে চায় বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত