Ajker Patrika

ব্যবসায়ীকে গ্রেপ্তারের চেষ্টা, র‍্যাবের গাড়ি আটকাল স্থানীয়রা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২: ১০
র‍্যাব সদস্যদের গাড়ি আটকে রাখেন স্থানীয় লোকজন। ছবি: আজকের পত্রিকা
র‍্যাব সদস্যদের গাড়ি আটকে রাখেন স্থানীয় লোকজন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে র‍্যাব সদস্যরা এক ব্যবসায়ীকে আটক করার চেষ্টা করলে তাঁদের অবরুদ্ধ করেন স্থানীয় লোকজন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আটকচেষ্টার শিকার ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন (৪৫)। তিনি উপজেলার বরমী ইউনিয়নের বরমী বরামা চৌরাস্তা এলাকার ব্যবসায়ী।

ভুক্তভোগীর মামা মো. আফাজ উদ্দিন অভিযোগ করেন, বিকেল ৪টার দিকে র‍্যাবের দুটি গাড়িতে করে ১৫ সদস্যের একটি দল মোশাররফের দোকানে তল্লাশি শুরু করে। এ সময় র‍্যাব সদস্যরা দোকানের ভেতরে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে দাবি করে তাঁকে মারধর করে হাতকড়া লাগিয়ে তাঁদের গাড়িতে তোলেন। বিষয়টি আশপাশের ব্যবসায়ীরা বুঝতে পেরে সবাই জড়ো হন। এ সময় উত্তেজিত জনতা রাস্তা অবরুদ্ধ ফেলে।

আফাজ উদ্দিন আরও জানান, গত শুক্রবার রাতে জহিরুল ইসলাম লিটন নামের এক সন্ত্রাসী তাঁর ভাগনে মোশাররফের দোকানে এসে চাঁদা দাবি করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেন। সে জন্য তাঁর বাড়ি ঘেরাও করে জনতা। এর জেরে সন্ত্রাসী লিটন অস্ত্র দিয়ে ফাঁসাতে চেষ্টা করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। অবরুদ্ধ র‍্যাব সদস্যদের উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

নেপালে জেন-জিদের পার্লামেন্ট দখল, রক্তক্ষয়ী সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত