দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে চিনি বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার ওয়াসি আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। গাড়িতে চিনি ছিল। আগুনের সূত্রপাত খুঁজেছি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গান পাউডার কিংবা পেট্রল মেরে আগুন লাগিয়েছে। গাড়িটি এস আলম গ্রুপের বলে জানতে পেরেছি। আগুন নেভানোর সসয় আমাদের সঙ্গে তখন পুলিশ ও বিজিবি ছিল।’
ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
এ ছাড়া গতকাল বুধবার রাতে জেলার ফুলগাজী উপজেলার প্রাণিসম্পদ কার্যালয় এলাকায় চলন্ত একটি গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এতে বায়োফার্মা লিমিটেডের ওষুধ বহনকারী গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় চালকসহ তিন জন আহত হন।
আহতরা হলেন কোম্পানির বিক্রয় প্রতিনিধি চৌদ্দগ্রাম চিওড়া এলাকার সিফাত ইবনে ইউছুফ, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের কামরুল হাসান ও গাড়িচালক চৌদ্দগ্রামের আবদুর রহিম।
এ ঘটনায় আহত সিফাত ইবনে ইউছুফ বাদী হয়ে ফুলগাজী থানায় অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘ওষুধ কোম্পানির একটি চলন্ত গাড়িতে হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছি।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে চিনি বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার ওয়াসি আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। গাড়িতে চিনি ছিল। আগুনের সূত্রপাত খুঁজেছি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গান পাউডার কিংবা পেট্রল মেরে আগুন লাগিয়েছে। গাড়িটি এস আলম গ্রুপের বলে জানতে পেরেছি। আগুন নেভানোর সসয় আমাদের সঙ্গে তখন পুলিশ ও বিজিবি ছিল।’
ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
এ ছাড়া গতকাল বুধবার রাতে জেলার ফুলগাজী উপজেলার প্রাণিসম্পদ কার্যালয় এলাকায় চলন্ত একটি গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এতে বায়োফার্মা লিমিটেডের ওষুধ বহনকারী গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় চালকসহ তিন জন আহত হন।
আহতরা হলেন কোম্পানির বিক্রয় প্রতিনিধি চৌদ্দগ্রাম চিওড়া এলাকার সিফাত ইবনে ইউছুফ, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের কামরুল হাসান ও গাড়িচালক চৌদ্দগ্রামের আবদুর রহিম।
এ ঘটনায় আহত সিফাত ইবনে ইউছুফ বাদী হয়ে ফুলগাজী থানায় অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘ওষুধ কোম্পানির একটি চলন্ত গাড়িতে হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছি।’
চট্টগ্রাম নগরীতে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও ছিলেন।
২০ মিনিট আগেসাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৮ মিনিট আগেখাগড়াছড়ি সদর উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার আধা বেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। সে সঙ্গে তিন পার্বত্য জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বর্জনের ঘোষণ
১ ঘণ্টা আগেসাভারের হেমায়তপুরে জয়নাবাড়ি এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা এ সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয় ব্যবসায়ী শাহজাহানের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে