নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফরিদপুরের নগরকান্দার রওশন আলী (৫২) ও তাঁর ভাতিজা মিরাজুল ইসলাম তুহিন (২৫) হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জেসমিন আরা এই রায় ঘোষণা করেন।
২০১৯ সালে জেলার নগরকান্দা থানার কাইচাইল গ্রামে জোড়া খুনের মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ মিয়া ওরফে হৃদয়, এনামুল হাসান মিয়া ও কাইয়ুম মিয়া। তাঁদের মধ্যে হানিফ ও এনামুল সহোদর।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন আউয়াল মোল্লা ও রেজাউল মাতুব্বর। এ ছাড়া মামলার অপর আসামি দুলাল মিয়াকে ১৭ বছরের কারাদণ্ড, হাবিবুর রহমান ওরফে হাবিব মিয়াকে সাত বছর, পাচু মিয়াকে তিন বছর এবং রফিকুল ইসলাম ওরফে রবিন শিকদারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় পারভেজ মিয়া, তুহিন মিয়া, হাফিজুর রহমান ওরফে তুষার মিয়া, শহিদুল ইসলাম ওরফে শহিদ মিয়া, কে এম রাজু আহমেদ ওরফে কোরবান মিয়া ও রবিউল ইসলাম ওরফে মশিউর মিয়া এই ছয়জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি আবু আব্দুল্লাহ ভূঁইয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
চার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা হয়। আসামিদের মধ্যে আউয়াল জামিনে এবং পাচু, রাজু আহমেদ ও রবিউল কারাগারে রয়েছেন। মামলা হওয়ার পর থেকে বাকি ১১ জন পলাতক রয়েছেন।
মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডিত আসামিদের মধ্যে আওয়াল কারাগারে রয়েছেন। অন্য সবাই পলাতক রয়েছেন। পলাতক আসামিদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে শাস্তি কার্যকর হবে বলে বিচারক তার রায়ে বলেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১০ আগস্ট কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ওরফে সান্দু মিয়ার নেতৃত্বে এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ মিয়া ওরফে হৃদয়ের নেতৃত্বে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়।
আহতদের মধ্যে রওশন ও তুহিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। নিহতরা ইউপি চেয়ারম্যান সান্দুর অনুসারী। মামলার এজাহারে বলা হয়, ওই এলাকায় দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জের ধরে এক পক্ষ আরেক পক্ষকে হামলা করলে চাচা-ভাতিজা নিহত হন।
এ ঘটনায় নগরকান্দা থানায় একটি মামলা হয়। তদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ২০২০ সালের ২২ জুলাই হানিফ মিয়াসহ নামে জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলা চলাকালে ৩৬ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
ফরিদপুরের নগরকান্দার রওশন আলী (৫২) ও তাঁর ভাতিজা মিরাজুল ইসলাম তুহিন (২৫) হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জেসমিন আরা এই রায় ঘোষণা করেন।
২০১৯ সালে জেলার নগরকান্দা থানার কাইচাইল গ্রামে জোড়া খুনের মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ মিয়া ওরফে হৃদয়, এনামুল হাসান মিয়া ও কাইয়ুম মিয়া। তাঁদের মধ্যে হানিফ ও এনামুল সহোদর।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন আউয়াল মোল্লা ও রেজাউল মাতুব্বর। এ ছাড়া মামলার অপর আসামি দুলাল মিয়াকে ১৭ বছরের কারাদণ্ড, হাবিবুর রহমান ওরফে হাবিব মিয়াকে সাত বছর, পাচু মিয়াকে তিন বছর এবং রফিকুল ইসলাম ওরফে রবিন শিকদারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় পারভেজ মিয়া, তুহিন মিয়া, হাফিজুর রহমান ওরফে তুষার মিয়া, শহিদুল ইসলাম ওরফে শহিদ মিয়া, কে এম রাজু আহমেদ ওরফে কোরবান মিয়া ও রবিউল ইসলাম ওরফে মশিউর মিয়া এই ছয়জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি আবু আব্দুল্লাহ ভূঁইয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
চার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা হয়। আসামিদের মধ্যে আউয়াল জামিনে এবং পাচু, রাজু আহমেদ ও রবিউল কারাগারে রয়েছেন। মামলা হওয়ার পর থেকে বাকি ১১ জন পলাতক রয়েছেন।
মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডিত আসামিদের মধ্যে আওয়াল কারাগারে রয়েছেন। অন্য সবাই পলাতক রয়েছেন। পলাতক আসামিদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে শাস্তি কার্যকর হবে বলে বিচারক তার রায়ে বলেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১০ আগস্ট কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ওরফে সান্দু মিয়ার নেতৃত্বে এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ মিয়া ওরফে হৃদয়ের নেতৃত্বে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়।
আহতদের মধ্যে রওশন ও তুহিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। নিহতরা ইউপি চেয়ারম্যান সান্দুর অনুসারী। মামলার এজাহারে বলা হয়, ওই এলাকায় দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জের ধরে এক পক্ষ আরেক পক্ষকে হামলা করলে চাচা-ভাতিজা নিহত হন।
এ ঘটনায় নগরকান্দা থানায় একটি মামলা হয়। তদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ২০২০ সালের ২২ জুলাই হানিফ মিয়াসহ নামে জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলা চলাকালে ৩৬ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
সকাল সাড়ে ৭টা। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার সামনের আঞ্চলিক সড়ক ধীরে ধীরে ভরে উঠতে থাকে ধান ও সরিষার বস্তায়। আশপাশের চরাঞ্চল থেকে আসা কৃষকেরা নৌকা বা ভ্যানগাড়িতে করে ধান নামাতে থাকেন আর ব্যাপারীরা দরদামে ব্যস্ত। কয়েক ঘণ্টার মধ্যে রাস্তাটি পরিণত হয় বড়সড় হাটে। কেনাবেচা চলে দুপুর পর্যন্ত।
৪ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে সড়ক সংস্কারের ছয়টি প্রকল্পের কাজ পেয়েছেন ঠিকাদার ও আওয়ামী লীগের নেতা অলি আহাম্মেদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব প্রকল্পের মধ্যে পাঁচটিতে বরাদ্দ দেয় ১০ কোটি ৪৭ লাখ ২৯ হাজার টাকা। মোট সড়কের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার।
৪ ঘণ্টা আগেকারও তিনতলা বাড়ি আছে, কেউ চড়ে প্রাইভেট কারে—তবু পেশা দিনমজুর। এভাবে রাজশাহী মহানগরের ৩ নম্বর ওয়ার্ডে বেড়ে গেছে দিনমজুরের সংখ্যা। কথা বলে জানা গেল, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড পেতে এমন চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এতে বঞ্চিত হয়েছে দুস্থরা।
৫ ঘণ্টা আগেগোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় প্রেমানন্দ হালদার (৮০) নামের এক বৃদ্ধ ট্রাকচাপায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৫ ঘণ্টা আগে