ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে কিশোর জিহাদ মাতুব্বরকে (১৩) নির্যাতন করে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার ঘটনায় প্রধান আসামি সিফাত মোল্যা (২৪) এবং তাঁর সহযোগী সজল শেখকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার সিফাত মোল্যা সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের হালিম মোল্যার ছেলে। সজল শেখ একই উপজেলার মৃগী গ্রামের মৃত আসাদ শেখের ছেলে। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ৭ ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এক ওয়াজ মাহফিল থেকে জিহাদকে অপহরণ করে একটি কিশোর গ্যাং। তাকে নির্যাতনের পর মাটি খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা চালায় তারা। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় আলোচনা।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মোস্তাক মাতুব্বর কোতোয়ালি থানায় ছয়জনের নাম উল্লেখ করে অপহরণ ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার তদন্ত শুরু করে র্যাব-১০। তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১ এর সহযোগিতায় গাজীপুর থেকে সিফাত ও সজলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাঁদের শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ফরিদপুরে কিশোর জিহাদ মাতুব্বরকে (১৩) নির্যাতন করে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার ঘটনায় প্রধান আসামি সিফাত মোল্যা (২৪) এবং তাঁর সহযোগী সজল শেখকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার সিফাত মোল্যা সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের হালিম মোল্যার ছেলে। সজল শেখ একই উপজেলার মৃগী গ্রামের মৃত আসাদ শেখের ছেলে। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ৭ ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এক ওয়াজ মাহফিল থেকে জিহাদকে অপহরণ করে একটি কিশোর গ্যাং। তাকে নির্যাতনের পর মাটি খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা চালায় তারা। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় আলোচনা।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মোস্তাক মাতুব্বর কোতোয়ালি থানায় ছয়জনের নাম উল্লেখ করে অপহরণ ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার তদন্ত শুরু করে র্যাব-১০। তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১ এর সহযোগিতায় গাজীপুর থেকে সিফাত ও সজলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাঁদের শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সীমান্ত থেকে অপহরণের ২৪ ঘণ্টা পরও উদ্ধার হয়নি ছয় বাংলাদেশি। এ নিয়ে উদ্বিগ্ন তাদের পরিবার। এদিকে মুক্তিপণের জন্য মাথাপিছু ১ লাখ টাকা করে ভারতীয় ফোন নম্বরে পাঠানোর জন্য বলা হচ্ছে বলে দাবি একটি সূত্রের।
২০ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সমন্বয়হীনতা দেখা দিয়েছে।
২৫ মিনিট আগেপঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শিশুর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর বিকেলে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বাড়ির সামনে খেলা করছিল ভুক্তভোগী শিশু।
২৬ মিনিট আগেকড়া নিরাপত্তার চাদরে ঘেরা বাড়িটির নাম প্যারেন্ট লজ। এটি কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরে অবস্থিত। ১ সেপ্টেম্বর এই বাড়ি থেকে বিরল প্রজাতির একটি ‘মিয়াজাকি’ আমগাছ চুরি হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার কুমারখালী থানায় অভিযোগ করা হয়েছে।
৩৪ মিনিট আগে